জুমবাংলা ডেস্ক : ২৩ মে, মঙ্গলবার প্রায় ৬৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ঝড় মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে একটি কালবৈশাখী ঝড় পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ঝড় দেশের প্রায় ৬৪টি জেলার ওপর দিয়ে বয়ে গিয়ে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা দিয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, মঙ্গলবার সকাল ৭টার পর থেকে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়েছে। নেত্রকোনা জেলায় ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে সকাল ৯টার পর থেকে। সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বজ্রসহ ভারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, আবহাওয়া সম্পর্কিত সকল মডেল ও আবহাওয়া সম্পর্কিত সূচকগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত তিনদিন দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
এই আবহাওয়া গবেষক বলেন, আজ সকাল ১০টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, একটি বড় কালবৈশাখী ঝড় ভারতের বিহার রাজ্য থেকে ভারতের পশ্চিম-বঙ্গ ও বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এই ঝড়ের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সকল বৈশিষ্ট্য রয়েছে। ঝড়টি বর্তমান যে গতিবেগে অগ্রসর হচ্ছে তাতে আজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। আজকের এই ঝড়টি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা দিয়ে বাংলাদেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে। এই ঝড়টি হতে পারে মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়।
এই ঝড়ে ব্যাপক বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বলেছেন, ঝড়ের সময় ঘরের বাইরে থাকবেন না। ঝড় চলাকালীন আম কুড়াতে ঘর থেকে বের হবেন না। ঝড় চলাকালীন মাঠে ফুটবল খেলতে বের হবে না। ঝড় চলাকালীন মাছ ধরতে বের হবে না। ঝড় চলাকালীন পুকুরে গোসল করতে নামবেন না। ঝড় চলাকালীন বড় গাছের নিচে আশ্রয় নিবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।