বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুর দিকে বিয়ে নিয়ে কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গেল বৃহস্পতিবার জানান, কিছুদিনের মধ্যে আপনাদের একটি খবর দিতে পারব। অবশেষে সেই সুখবর এলো গতকাল বুধবার।
এদিন ঘরোয়া আয়োজনে হয়ে গেল মৌসুমী হামিদের হলুদ সন্ধ্যা। পাত্র দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক আবু সাইয়িদ রানা। যুক্ত আছেন ক্যামেরা ও নির্মাণে সঙ্গে। আর এর সুবাদেই মৌসুমীর সঙ্গে পরিচয় হয় রানার। অবশেষে তাদের সম্পর্কের পূর্ণতা পাচ্ছে আগামীকাল শুক্রবার। এদিন ঘরোয়া আয়োজন বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার’খ্যাত এই অভিনেত্রী।
আবু সাইয়িদ রানার সঙ্গে তার পরিচয়ে শুরুরটা জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ‘রানার সঙ্গে আমার পরিচয় ২০২১ সালে, গোলাম সোহরাব দোদুলের একটি ওয়েব সিরিজের সুবাদে। সেসময় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। শঙ্খ দাশগুপ্তের সাত পর্বের ওয়েব সিরিজ “গুটি”র গল্পকার হিসেবেও কাজ করেছে রানা। কাজের সুবাদে আমাদের মধ্যে প্রেমও হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে ও মাস্টার্স করেছে। এরপর নাটক-সিনেমার প্রতি ভালোবাসা থেকে শোবিজের সঙ্গে যুক্ত হয়। প্রকৃতির প্রতি ওর ভালোবাসা আমাকে আকৃষ্ট করেছে। পড়াশোনার কারণে সারাজীবন ওকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। আর আমিও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। বলা যায়, আমাদের প্রেম হয়েছে জঙ্গলে। আরেকটা বিষয় ওর ক্রিয়েটিভিটি, চিন্তা-ভাবনা আমার খুব ভালো লাগে। খুব কাছ থেকে ওকে দেখেছি-জেনেছি। কখন যে সম্পর্ক হয়েছে, তা নিজেরাও টের পাইনি।’
কে আগে ভালোবাসার প্রস্তাব দিয়েছে? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘এটা বলা মুশকিল! আসলে দু’জনের অজান্তেই আমাদের সম্পর্কটা হয়েছে। আমারা কি কেউ কাউকে প্রস্তাব দিয়েছি? মনে নেই। মনে হয়, এখন পর্যন্ত ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি! এটা ঠিক না।’
সবশেষ মৌসুমী হামিদ বলেন, ‘গতকাল ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। আমি চেয়েছিলাম, আগামী ফেব্রুয়ারি বা মার্চে সবাইকে জানিয়ে ধুমধাম করে একটা আয়োজন করব। কিন্তু গতকাল কাছের মানুষজনই আমার সব পরিকল্পনা ওলট-পালট করে দিয়েছে। চেয়েছিলাম, বিয়ের সংবাদটি নিজেই জানাতে। যাই হোক, খুব শিগগিরই সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।