বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমীর জীবনে নানা সম্প্রতি বিতর্কের ঝড় বয়ে গেছে। তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী ও জায়েদ খানকে ঘিরে বিনোদনপাড়ায় হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এই বিতর্কের মধ্যেই বেরিয়ে আসে সানী-মৌসুমী বনিবনার বিষয়টি। ভালো যাচ্ছে না তাদের সংসার জীবন। অবশেষে সব কিছুই যেন এখন শান্ত! মান-অভিমান ভুলে এক হয়েছেন এই তারকা যুগল।
গত বৃহস্পতিবার মৌসুমী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’
স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাব, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’
মৌসুমীর এই ইচ্ছাটা এবার বাস্তবে রূপ নিচ্ছে। তার সেবামূলক সংগঠন ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র পক্ষ থেকে এবার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তানজিন সুলতানা নামে একজন ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। ঢালিউড কুইন প্রিয়দর্শিনী মৌসুমী ম্যাডামের অনুমতিক্রমে “মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর উদ্যোগে বর্তমানে চলমান সিলেট বিভাগ এবং অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা একটি তহবিল গঠন করছি। ওই তহবিল থেকে প্রাপ্ত সকল টাকা প্রিয়দর্শিনী মৌসুমী ম্যাডাম এর তত্ত্বাবধানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত সকল অসহায় মানুষের জন্য ব্যয় করা হবে। আসুন আমরা যে যার সামর্থ্য অনুযায়ী ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা কিংবা তার বেশি এখানে সাহায্য করি।’
তানজিন সুলতানার এই স্ট্যাটাসে ওমর সানী মন্তব্য করেন, ‘ভালো কাজ, চালিয়ে যাও।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।