বিনোদন ডেস্ক : অনেকদিন ধরে অভিনয়ে অনিয়মিত অভিনেত্রী ও মডেল মৌটুসী বিশ্বাস। ইদানীং কোনো অনুষ্ঠান আয়োজনেও পাওয়া যাচ্ছে না তাঁকে। তবে কী অভিনয়কে গুড বাই জানাতে চলছেন তিনি।
বিষয়টি নিয়ে মৌটুসী বলেন, ‘অভিনয় যে একেবারেই ছেড়ে দিয়েছি তা কিন্তু নয়, তবে কমিয়ে দিয়েছি। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার [এনজিও] হয়ে ট্যুরিজম নিয়ে কাজ করছি। আমাদের দেশের পর্যটনের অবস্থা ভালো নয়। পর্যটনের পুরো সেক্টর নিয়ে কাজ শুরু করেছে ওই এনজিওটি। এ প্রকল্পের কনসালট্যান্ট হিসেবে রাজশাহীতে এখন কাজ করছি।’
মৌটুসী সর্বশেষ ‘আগুনপাখি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এরপর তাঁকে আর নিয়মিত অভিনয়ে পাওয়া যায়নি। এনজিওর কাজের পাশাপাশি খুলনার তেরখাদায় ফার্মিং নিয়ে সময় কাটে তাঁর। মৌটুসী বলেন, ‘বাবা ফার্মিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পরপারে চলে যাওয়ার পর এ কাজে হাল ধরেছি। ধান চাষ, মাছ চাষ বোঝার চেষ্টা করছি। ঢাকায় সংসার, রাজশাহীতে এনজিওর কাজ, খুলনায় ফার্মিং–তিন কাজ নিয়ে হিমশিম খাচ্ছি। এ কারণে অভিনয়ে এখন আর সময় দিতে পারছি না। ’
মৌটুসী বিশ্বাস আরও বলেন, ‘কৃষি উপকরণের দাম বেড়ে গেছে। কৃষক প্রাপ্য মজুরি পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগী বেশি লাভ নিয়ে যাচ্ছে। আমি নিজে কাজ না করলে কৃষক দিয়ে ফসল ফলাই।’ অভিজ্ঞতা থেকে বলছি, ‘কৃষকদের ধরে রাখতে না পারলে কৃষির আরও ক্ষতি হবে। এখন কীটনাশক বেশি ব্যবহার হচ্ছে; যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। আমি নিমপাতার স্প্রে ছিটিয়ে ছোট পরিসরে কৃষি করছি। দেশে নিমগাছ কমে যাচ্ছে। কেমিক্যাল থেকে আমাদের সরে আসা উচিত। প্রাকৃতিক ভাবে যদি ফসল ফলাতে পারি তাহলে সবাই উপকৃত হবো। এ বিষয়ে সরকারি আরও পদক্ষেপ দরকার বলে মনে করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।