বিনোদন ডেস্ক : সাকিব আল হাসান ও শাকিব খান। অনেক অনুষ্ঠানে তাদের দুইজনকে একসঙ্গে দেখা গেছে। এই তো কয়েকদিন আগে দুই জগতের নাম্বার ওয়ান একত্রিত হয়েছিলেন একই মঞ্চে। সেই সময় অনেকই বলেছিলেন ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসান আর চলচ্চিত্রে শাকিব খান। সেই কথার পুনরাবৃত্তি হলো আবারও।
শাকিব খানের নামের উপরেই দর্শক থেকে শুরু করে নির্মাতা, প্রযোজকদের আস্থা। এমনও একটি সময় গেছে উৎসবের ছবি মানেই শাকিব খান। তপু খান পরিচালিত শাকিব খান অভিনীত‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ২০২৩ সালের ২২ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
অনেক নারীই আল্লাহর কাছে আমাকে চাচ্ছে: জায়েদ খানঅনেক নারীই আল্লাহর কাছে আমাকে চাচ্ছে: জায়েদ খান
সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে জোরালো সাড়া ফেলেছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, মুক্তির প্রথম দিনে এটির প্রায় প্রতিটি শো হাউজফুল হয়। মুক্তির পরে সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
দর্শকরা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ক্রিকেটার সাকিবের মতো শাকিব খানকে তারা সিনেমার অলরাউন্ডার মনে করেন। সবাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত শাকিব খান এর লিডার আমিই বাংলাদেশ চলচ্চিত্রটি দেখার পর থেকে শাকিব ভক্তরা তার জয়জয়কার করছে।
প্রেক্ষাগৃহে সিনেমা দেখে বের হয়ে এক দর্শক উচ্ছসিত আবেগ প্রকাশ করেন শাকিব খানের প্রতি। তিনি বলেন, শাকিব খানতো শাকিব খান। তিনি মেগাস্টার। আমি তার অনেক বড় ভক্ত।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তপু খান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে সৈয়দ আশিক রহমান প্রযোজনা করেছেন। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।