হলিউড সিনেমার চরিত্রে মেয়ের নাম রাখলেন মৌসুমী নাগ

Mousumi nag

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার মা হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। এবার তার কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। গেল রবিবার (১০ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন এ সদস্য পৃথিবীর আলো দেখে। বর্তমানে মা ও সন্তান সুস্থ আছেন।

Mousumi nag

মা হওয়ার দুই দিনের মাথায় মঙ্গলবার গণমাধ্যমকে এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী নাগ নিজেই। তিনি বলেন, ‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। সৃষ্টিকর্তা আমাদের সেই আশা পূরণ করেছেন। ‘

অভিনেত্রী আরও বলেন, ‘শোয়েব (স্বামী) অনেক হ্যাপি। এটা দেখে আমারও অনেক ভালো লাগছে। মেয়ের বাবার খুশিতে আমিও খুব খুশি। তবে ছেলেও তার অনেক বেশি আদরের। কিন্তু মেয়ে বাচ্চারা তার অনেক পছন্দের। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।’

মেয়ের নাম রাখা প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, ‘আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই সিনেমা এবং নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’

ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মার্কিন অনুষ্ঠান বয়কট ব্রিটিশ গায়িকার

২০১০ সালের অক্টোবরে ছোটপর্দার অভিনেতা শোয়েবকে বিয়ে করেন মৌসুমী নাগ। তার আগে দীর্ঘদিন ছিলেন প্রেমের সম্পর্কে। ২০১৫ সালে মৌসুমী-শোয়েবের সংসারে আসে প্রথম সন্তান ছেলে। ৯ বছরের মাথায় এ জুটি হলেন কন্যাসন্তানের অভিভাবক।