বিনোদন ডেস্ক :সিনেমায় শত্রুরা নায়কের পেছনে লাগে, নায়করা প্রতিবাদ করে। সিনেমায় যেভাবে প্রতিবাদ করে, সেটি বাস্তবেও করে দেখাতে হয়, আমি সেটিই করে দেখালাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাকিব খান।
এদিন শাকিব খান প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে নিজের বাসায় সংবাদ সম্মেলন আহ্বান করেন তিনি।
শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গেছি। সেখানে ডিবিপ্রধান হারুন সাহেবের সঙ্গে কথা বলেছি। আজকে মহামান্য আদালতে গেছি। তারা আমার মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত এ ঘটনার পেছনে আর কারা কারা আছে ইনভেস্টিগেশনে সব বেরিয়ে আসবে।
প্রয়োজনে রহমত উল্লাহকে অস্ট্রেলিয়া থেকে ধরে আনা হবে―এমনটিই জানিয়ে শাকিব বলেন, শুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতিবাদ করেন, তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিল, তারা কিন্তু পালিয়ে গেছে। প্রয়োজনে তাকে বিদেশ থেকে ধরে আনা হবে।
প্রসঙ্গত, এক সহপ্রযোজককে যৌ* নিপীড়নের অভিযোগ উঠেছে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে। আরেক সহপ্রযোজক রহমত উল্লাহ তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।