প্রসেনজিতের সিনেমার নতুন গান তুমুল ভাইরাল

প্রসেনজিত

বিনোদন ডেস্ক : ‛চোখ তুলে দেখো না কে এসেছে’ গানটিকে নিয়ে নতুন করা বর্ণনা করার কিছু নেই। ‛শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার এই গানটিতে জমিয়ে নেচেছিলেন ঋতুপর্ণা ও প্রসেনজিৎ। তাদের জুটি সকলের কাছে আলাদা রকম ভাবেই সমাদৃত। প্রায় ৫০ টি ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। এরপর দীর্ঘদিনের বিরতির পর ‛প্রাক্তন’, ‛দৃষ্টিকোণ’ ছবিতেও তাদের দেখা গিয়েছে। আগের মতোই এখনও তাদের জুটি সুপার-ডুপার হিট।

প্রসেনজিত

২২ বছর পর এবার আবারও প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‛চোখ তুলে দেখনা কে এসেছে’ গানটি ফিরলো নতুন রূপে। আর সেই গানের সঙ্গে জমিয়ে নাচলেন বুম্বাদা। তার এই নাচ দেখে বোঝার উপায় নেই যে, সম্প্রতি তিনি ৬০ বছরে পা দিয়েছেন। বরং মনে হচ্ছে তার বয়স যেন ৪০ র কোঠায়। ১৭ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে ‛প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির টাইটেল ট্র্যাক।

Prosenjit Weds Rituparna | Official Title Track - Lyrical Video |Debdeep |Samrat |NEIDEA, One Life S

‛চোখ তুলে দেখো না’ র রিক্রিয়েশন এই গানটি। এই গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে নায়ক ঋষভ বসু ও নায়িকা ঈপ্সিতা মুখোপাধ্যায়কে। আর এই ছবির হাত ধরেই প্রথম বড় পর্দায় পা রাখতে চলেছেন ঈপ্সিতা । নাচ-গান, প্রেম, মারপিট সবই আছে এই ছবিতে।

পাটের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

এককথায় বলা চলে ফুলটু এন্টারটেইনমেন্টের ছবি ‛প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। চলতি বছরের ভ্যালেন্টাইন ডে র দিন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে এসেছিল। কিন্তু বিষয়টি নিয়ে সকলেই বেশ দ্বন্ধে ছিলেন। অবশেষে জানা যায় পরিচালক সম্রাট শর্মার আগামী ছবি ‛প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। আপাতত এই ছবি মুক্তির অপেক্ষায় সকলেই।