বিনোদন ডেস্ক : সিনেমা ও ওয়েব সিরিজের পর এবার ছোটপর্দায় অভিষেক হতে চলেছে ইন্দ্রাণী দত্তের কন্যা রাজনন্দিনী পালের।
নৃত্যশিল্পী ও অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের কন্যা রাজনন্দিনী পাল অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন রুপালি পর্দা থেকেই। এরপর একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে ধীরে ধীরে বিনোদনজগতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি। ইতোমধ্যেই দর্শকমনে ছাপ ফেলেছেন এবং জনপ্রিয়তার স্বাদও পেয়েছেন। এবার তিনি আসছেন ছোটপর্দায়। ‘রাণী ভবানী’ নামক একটি নতুন ধারাবাহিকে রানির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই নতুন অভিজ্ঞতা নিয়ে দারুণ রোমাঞ্চিত রাজনন্দিনী।
সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করার কারণে পেশাদার মনোভাব গড়ে উঠেছে তাঁর মধ্যে। রাজনন্দিনী মনে করেন, ধারাবাহিকে কাজ করলে প্রতিদিনের টেলিভিশন উপস্থিতির কারণে দর্শকের কাছে দ্রুত গ্রহণযোগ্য হয়ে ওঠা যায়। মা ইন্দ্রাণী দত্তকেও তিনি বরাবর ছোট ও বড় পর্দায় সমান দক্ষতায় কাজ করতে দেখেছেন, এবং সেই অভিজ্ঞতা তাঁকে অনুপ্রাণিত করেছে। ইতিমধ্যেই ধারাবাহিকটির প্রোমো দর্শকদের নজর কেড়েছে। অনুরাগীরা রাজনন্দিনীর জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে শুরু করেছেন।
রাজনন্দিনীর মতে, কোন মাধ্যমে কাজ শুরু করেছেন তা মুখ্য নয়। বরং নিজেকে ভেঙে নানা চরিত্রে উপস্থাপন করে দর্শকের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলাটাই তাঁর আসল চ্যালেঞ্জ। ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে সবসময়ই আগ্রহী রাজনন্দিনী, আর তাই রানি ভবানীর চরিত্রে কাজের সুযোগ পেয়ে তিনি খুবই উচ্ছ্বসিত।
জানা গেছে, একই চরিত্র ও বিষয়বস্তু নিয়ে অন্য একটি চ্যানেলেও ধারাবাহিক আসছে। এ নিয়ে প্রতিযোগিতা অনুভব করছেন কি না জানতে চাইলে রাজনন্দিনী জানান, তিনি অন্য ধারাবাহিক নিয়ে চিন্তিত নন। আপাতত নিজের কাজেই মনোযোগী হতে চান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।