সিনেমার প্রচারণায় ব্যস্ত পরীমনি

অভিনেত্রী পরীমণি

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমণি বর্তমানে টক অব দ্য টাউন। ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তার। তবু এসবের মধ্যেই অংশ নিয়েছেন তার আসন্ন সিনেমার প্রচারণায়।

অভিনেত্রী পরীমণি

আগামী ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এ সিনেমায় পরীর বিপরীতে দেখা যাবে সিয়ামকে।

বুধবার (৪ জানুয়ারি) তার ফেসবুক পোস্টে দেখা যায়, কুয়াশা মাখা সকালে রাজধানীর বিএফ শাহীন কলেজ মাঠে সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে হাজির হয়েছেন পরীমণি। উদ্দেশ্য সিনেমার প্রচারণা।

একঝাঁক স্কুলশিশুকে নিয়ে এক আদুরে ভিডিও শেয়ার করে তাতে লিখেছেন: “শুভ সকাল! আমাদের অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্যে। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন, রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।”

সংসারের টাকা বাঁচানোর ৫টি কৌশল

২০১৮-১৯ অর্থবছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এ সিনেমার পাণ্ডুলিপি। তবে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।