বিনোদন ডেস্ক : এমন অনেক মানুষই আছেন, হাতে গুনে যারা ইংরেজি সিনেমা দেখেন। আর যদি সে ছবির হিসাব কষতে বসে, তবে পছন্দের তালিকায় সবার আগে অবশ্যই থাকবে ‘বেবি’স ডে আউট’। ছবিটিতে একটি শিশুর কাণ্ডকারখানা মুগ্ধ করেছে অগণিত দর্শকের মন।
হাঁটতে না পারলেও যে শিশু নিজের মিষ্টি হাসি, বুদ্ধি, অভিনয়ের কলাকৌশল ও দক্ষতায় যে কারোর মন জয় করে নিতে বাধ্য। কিন্ত এ সিনেমায় এমন কিছু ব্যাপার রয়েছে, যা হয়তো জানা নেই অনেকেরই!
জনপ্রিয় এ সিনেমা রিলিজ হয়েছিল ১৯৯৪ সালের পহেলা জুলাই। সেই ছবিতে বেবি বিঙ্ক নামের চরিত্রের অভিনয় সবার মনে জায়গা করে নিয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন প্যাট্রিক রিড জনসন (Patrick Read Johnson)। সিনেমায় দেখা যায় তিনজন ব্যক্তি কিডন্যাপ করতে চায় এক শিশুকে।
কিন্তু, ওই শিশু তিনজন ব্যক্তিকে এমনভাবে বিপর্যস্ত করে যা চমকে দেয় সবাইকে। শুধু হামাগুড়ি দিয়েই মজার মজার সব কাণ্ড ঘটায় সে। পুরো সিনেমা একাই জমিয়ে রাখে এই শিশু। ২৮ বছর পর এখনো এ সিনেমার জনপ্রিয়তা একটুও কম হয়নি।
১৯৯২ সালে জন্ম নেয়া ‘ওর্টন ব্রাদার্স’ নামের আইডেন্টিক্যাল টুইন অভিনয় করেছিল এ সিনেমায় বেবি বিঙ্কের ভূমিকায়। বাচ্চা দুটির নাম ‘জ্যাকব জোসেফ ওর্টন’ আর ‘এডাম রবার্ট ওর্টন’। সিনেমাটি শুটিং করার সময় তাদের বয়স ছিল মাত্র নয় মাস। প্রায় কেউই বুঝতে পারেনি যে একজন বাচ্চার চরিত্রে দুজন শিশু অভিন়য় করেছে। তারা এতটাই আইডেন্টিক্যাল ছিল যে, বোঝার উপায় ছিল না। ‘জ্যাকব জোসেফ ওর্টন’ এখন একজন মিউজিশিয়ান। শিশু অবস্থায় এই যমজ কাঁপিয়ে দিয়েছিলেন পুরো বিশ্ব।
এদিকে টাইম ম্যাগাজিন থেকে জানা যায়, ‘১৯৯৪ সালের এ সিনেমা রিলিজের পর ২০০৭ সাল পর্যন্ত জন্ম নেয়া প্রতিটা শিশুরই প্রথম দেখা এডভেঞ্চার কমেডি মুভি। সিনেমার বাজেট ছিল ৪৮ মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু বক্স অফিস শুধু মাত্র ৩০ মিলিয়ন মার্কিন ডলার হয়। যে কারণে অনেকে এই মুভিকে ফিন্যান্সিয়াল ফেইলিওর কমেডি নামেও ডাকে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যদিও অনেক কারণ ছিল, তবে তা সিনেমার অভিনয় বা প্রচারের জন্য নয়।
নিজের পছন্দের গাড়িটি পানির দামে বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন
ক্ষতির অন্যতম কারণ ছিল এটি বাচ্চাদের মুভি, তাই বাচ্চারা দেখবে, বড়রা তেমন ঝোঁকেনি প্রথমে। তাই প্রথম তিন বছরে তেমন ইনকাম হয়নি। মা-বাবারা তাদের বাচ্চাদের এই মুভি কমেডি হিসেবে প্রথম দিতে পারেনি। তবে পরবর্তী সময়ে জনপ্রিয়তা বেড়ে গিয়ে এটি কাল্ট ক্লাসিক সিনেমা হিসেবে স্থান পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।