বিনোদন ডেস্ক : তাঁকে নিয়ে আলোচনা কখনও থামেনা। তবে তা নিয়ে কোনওদিনই মাথা ঘামাতে বিন্দুমাত্র রাজি নন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। আপাতত স্বামী যশ-এর সঙ্গে জমিয়ে সংসার করছেন নুসরাত। নিজেদের প্রেম নিয়েও বেশ খোলামেলা তাঁরা। মাঝে মধ্যেই একে অপরের সঙ্গে রোম্যান্সের ছবি পোস্ট করে থাকেন তারকা দম্পতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে যশ-নুসরাতের ‘মুভি নাইট’।
যশের সঙ্গে ‘মুভি নাইট’-এর ছবি নিজেই পোস্ট করেছেন নুসরাত নিজেই। যেখানে যশের প্রতি প্রেমে গদগদ হয়ে দেখা গেছে তাঁকে। পপকর্ন হাতে নিয়ে হঠাৎই যশের গালে চুমু খেয়ে বসেন অভিনেত্রী। কিছুটা লজ্জা পেয়ে যশও হাসিমুখে সেই মুহূর্তটি লেন্সবন্দি করে রেখেছেন। নুসরাত ইনস্টাস্টোরিতে ছবি পোস্ট করতেই সেটি বিভিন্ন ফ্যানক্লাবের মাধ্যমে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
গত অগস্টে পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন যশ-নুসরাত। এরপর গত অক্টোবরে দুর্গাপুজোর সময় শাঁখা, সিঁদুর পরে যশের সঙ্গে দেখা যায় সাংসদ অভিনেত্রীকে। পরে দীপাবলিতে ছেলে ঈশানের ছবিও অনুরাগীদের জন্য প্রকাশ করেন নুসরাত। সম্প্রতি যশ-নুসরাত হাজির হয়েছিলেন জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানে।
সেখানে স্বামী ও বাবা হিসাবে যশকে পুরো নম্বরই দিয়েছেন সাংসদ অভিনেত্রী। খুব শীঘ্রই যশের সঙ্গে জুটি বেঁধে শিলাদিত্য মৌলিকের ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির কাজও শুরু করার কথা নুসরাতের। তবে ‘চিনে বাদাম’ বিতর্কের পর সেই ছবিতে যশ-নুসরাত আদৌ কাজ করবেন কিনা এখন সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।