সিনেমা হলে স্ত্রীকে সারপ্রাইজ দিলেন সালমান

সালমান

বিনোদন ডেস্ক : চলতি বছর ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন ইউটিউবার ও জনপ্রিয় অভিনেতা সালমান মুক্তাদির। বিয়ের পর এবারই প্রথম সালমান তার স্ত্রীকে বেশ বড় এক সারপ্রাইজ দিয়েছেন। যে সারপ্রাইজে রীতিমতো অবাক হয়েছেন দিশা।

সালমান

এপ্রিলে বিয়ের ১ মাস পরেই ঘরোয়া পরিবেশে স্ত্রী দিশার জন্মদিন চলে আসে। ৫ মে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পারিবারিক পরিবশে কেক কাটেন। তবে ওই সময় জন্মদিনের কোনো সারপ্রাইজ পার্টি দেননি সালমান।

এবার স্ত্রীর ওই জন্মদিনের সারপ্রাইজ পার্টি দিয়েছেন অভিনেতা। তাও আবার কোনো রেস্টুরেন্টে নয়, সিনেমা হলে। সম্প্রতি অন্তর্জালে স্ত্রীর জন্মদিনের ওই সারপ্রাইজ পার্টি ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, স্ত্রীকে সারপ্রাইজ দিতে সালমান প্রথমে দিশাকে জানান, সিনেমা দেখতে যাচ্ছেন তারা। সিনেমা হলে ঢুকেই দিশা দেখতে পান, বেলুন আর কেকে সাজানো সিনেমা হল। সেখানে আছেন তাদের বন্ধু ও আত্মীয়-স্বজনরা।

১ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিনেমা হলে ‘জওয়ান’ মুভি চলছে। ওই সিনেমার গানের তালে তাল মিলিয়ে নাচছেন দিশা। এরপরই ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ‘জওয়ান’ মুভির পরিবর্তে সালমান-দিশার কিছু বিশেষ মুহুর্তের ছবি স্কিনে ভেসে এসেছে।

শিক্ষার্থীরা শুক্রাণু দিলেই পাওয়া যাচ্ছে নগদ টাকা

এরপরই এক আনন্দঘন পরিবেশে কেক কাটতে দেখা যায় দিশাকে। স্বামী সালমানের সঙ্গে তোলেন বেশ কয়েকটি ছবি। বন্ধু আর আত্মীয়-স্বজনরা সঙ্গে প্রিয় কিছু মুহূর্ত শেয়ার করে স্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখেন তরুণ এ সেলিব্রেটি। স্ত্রীর জন্মদিনে সালমান মুক্তাদির সারপ্রাইজ পার্টির ভাইরাল ভিডিওটি দেখতে ক্লিক করুন।