সিনেমা হলে হা.মলা, ‘তুফান’ টিমের বিরুদ্ধে নতুন অভিযোগ

Toofan

বিনোদন ডেস্ক : যতই দিন যাচ্ছে, ততই যেন চিত্রনায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল, অতিরিক্ত রেন্টাল দাবি, সেন্সর বোর্ডের নির্দেশ অমান্য করে মুণ্ডু কাটা দৃশ্য প্রদর্শন, গানের ক্রেডিট লাইনে শিল্পী-গীতিকারের নাম না দেওয়ার পর এবার নতুন অভিযোগের কাঠগড়ায় ‘তুফান’।

Toofan

একদল উচ্ছৃঙ্খল মানুষ গত ১৮ জুন রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালায়। এ ঘটনায় হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ অভিযোগের তীর ছুড়েছেন ‘তুফান’ সিনেমার টিমের বিরুদ্ধে।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টিকিট না পেয়ে হুট করে কেউ হল ভাঙচুর শুরু করবে, এটা হতে পারে না। মনে হচ্ছে এটা তুফান টিমের কাজ। সিনেমার চাহিদা বাড়াতে তারা এটা করতে পারে। আবার অপজিশনও কেউ করতে পারে। কে বা কারা করেছে তা আমি জানি না। তবে আমার সন্দেহ দুই গ্রুপের দিকেই।

ইফতেখার উদ্দিন নওশাদ আরও বলেন, হামলাটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, এটা পরিস্কার। তা না হলে যেখানে ১ হাজার একশ লোকের ধারণ ক্ষমতা রয়েছে, সেখানে কেন ৩ হাজার লোক হলে আসবে? এই যে ভাঙচুর করা হলো, তাতে আমাদের পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে প্রায় ৭ লাখ টাকার মতো ক্ষতি।

বিষয়টি নিয়ে কথা হয় ‘তুফান’ সিনেমার পরিচালক রায়হান রাফির সঙ্গে।

তিনি বলেন, ঘটনার পর আমি মধুমিতা সিনেমা হলে গিয়েছিলাম। কিন্তু নওশাদ ভাইয়ের সঙ্গে দেখা হয়নি। উনি কেন আমাদের কথা বলছেন তা জানি না। তার চেয়ে বড় কথা, এটা কেন আমরা করবো?

ব্রাজিলের হতাশার ম্যাচে মুখে হাত দিয়ে বসেছিলেন নেইমার

প্রসঙ্গত, ঈদের দিন অর্থাৎ ১৭ জুন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।