সিনেমা মুক্তির আগে মেয়ে ইলহামকে নিয়ে বিদেশে যাচ্ছেন তিশা

নুসরাত ইমরোজ তিশা

বিনোদন ডেস্ক : স্বামী-সংসার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছোটপর্দা থেকে বড় পর্দা, সবখানেই অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেছেন নিজেকে। তাকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহের শেষ নেই।

নুসরাত ইমরোজ তিশা

কিন্তু মাঝে ব্যক্তিগত কারণে পর্দায় নিয়মিত দেখা না গেলেও আবার হাজির হচ্ছেন তিনি। আগামী ১৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বিপ্লবী ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমা। এরই মধ্যে তিনি বিদেশে ভ্রমণ করছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিজের ফেসবুকে দুইটা ছবি পোস্ট করেন তিশা। সেখানে দেখা যায়, মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফর করছেন তিনি। ক্যাপশনে বলেন, ‘ইলহাম আমাদের নিয়ে যাচ্ছে সফরে, ওর কাজিনদের সাথে দেখা করতে।’

সাইফের একমাসের ইনকামে হেসেখেলে কেটে যাবে আপনার গোটা জীবন

প্রসঙ্গত, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মাণ করা সিনেমার মুক্তি উপলক্ষে এখন চলছে প্রচারণা। রবিবার (৬ নভেম্বর) প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে প্রচারণার কার্যক্রম শুরু করা হয়।