বিনোদন ডেস্ক : বেশ ঘটা করেই অর্ধযুগ আগে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন অমৃতা খান। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতিও পান তিনি। তবে হঠাৎ করেই কয়েক বছর আগে অভিনয় থেকে আড়ালে চলে গেছেন।
কিন্তু তার অভিনীত একটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় আছে। এটির নাম ‘ও মাই লাভ’। আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে সিনেমাটির প্রযোজক প্রচারে পাচ্ছেন না নায়িকা অমৃতাকে। এমনটিই বলছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার।
তিনি বলেন, ‘অমৃতা এ সিনেমায় ভালো অভিনয় করেছেন। সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারে অমৃতাকে পাচ্ছি না। অনেক দিন ধরেই তার মোবাইলে কল দিলেও বন্ধ পাচ্ছি। তার খোঁজও পাচ্ছি না। সিনেমা মুক্তির সময় অমৃতাকে প্রচারে পেলে সিনেমাটির জন্য ভালো হতো।’ এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটিতে ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধিশের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসান, অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বড়দা মিঠুসহ অনেকে। এর কাহিনি ও সংলাপ করেছেন কমল সরকার। সিনেমাটির নির্বাহী পরিচালক মোরশেদ খান হিমেল। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে-এর ট্রেইলার প্রকাশ করা হয়।
অমৃতা অভিনীত প্রথম সিনেমা ‘গেইম’। যুগল পরিচালক রয়েল-অনিক পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এর পর ইস্পাহানি আরিফ জাহানের ‘গু-া-দ্য টেরোরিস্ট’ সিনেমায় অভিনয় করেন অমৃতা।
এই সিনেমায় বাপ্পির বিপরীতে তাকে দেখা যায়। এর পর ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’ সিনেমায় শাহরিয়াজের বিপরীতে অভিনয় করেন অমৃতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।