বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত বছর সেপ্টেম্বরে গাজীপুরের রাজনীতিক ও ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন এই অভিনেত্রী। তার স্বামী এখন আসন্ন গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাই স্বামীর জন্য এলাকার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হচ্ছে। সেই প্রচারণায় যুক্ত হলেন মাহি।
সোমবার (১০ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে সেই মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই চিত্রনায়িকা। আর ক্যাপশনে লিখেছেন, ‘রকিব সরকার ভাইয়ের (বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী) পোস্টার লাগাই।’ ফেসবুক লাইভে স্বামীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি জীবনে প্রথম পোস্টার লাগিয়েছি। তোমার জন্য অনেক শুভকামনা।’
এদিকে, মাহিয়া মাহি মাতৃত্বকালীন অবসরে আছেন। সিনেমার শুটিং থেকে দূরে রয়েছেন। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর-যত্নে দিন কাটছে তার। গত বছরের ১৩ সেপ্টেম্বর রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি।
বর্তমানে সিনেমা হলে চলছে মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এতে মাহির বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।