সিনেমা প্রযোজনায় নামছেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি

স্পোর্টস ডেস্ক : ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বড় পর্দায় অভিষেক হতে চলেছে। তবে অভিনয়ের মাধ্যমে নয়, প্রযোজনার মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিকেটার ধোনি বড় পর্দায় তামিল সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। যে সিনেমার চিত্রনাট্য লিখেছেন ধোনির স্ত্রী সাক্ষী সিং।

মহেন্দ্র সিং ধোনি

ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল সিনেমাটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। তবে ধোনির সিনেমায় কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুত নাম জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন রমেশ।

তামিল এ সিনেমাটি মূলত পারিবারিক। তবে অন্য পারিবারিক সিনেমার সঙ্গে এর তুলনা করা একেবারে উচিত হবে না। তাদের দাবি, অন্য পাঁচটা পারিবারিক সিনেমা থেকে এটি সম্পূর্ণ ভিন্ন।

পরিচালক রমেশের ভাষায়: ‘সাক্ষীর চিত্রনাট্যের নির্যাসটি পড়ে আমি উৎসাহিত হই। এটা একদম অন্য ধরনের। একটি দুর্দান্ত পারিবারিক সিনেমা হওয়ার পর্যাপ্ত রসদ এতে মজুত। সিনেমাটি করার জন্য সবাই মুখিয়ে আছি।’

জ্যাকলিন নির্দোষ, জেল থেকে চিঠিতে প্রেমিক সুকেশ

এ বিষয়ে ধোনি জানান, শুধু তামিল নয়, বিভিন্ন ভাষাতেই সিনেমা তৈরির ইচ্ছা আছে তার। তার মূল লক্ষ্য অন্য ধারার সিনেমা তৈরি। প্রথমে তামিল দিয়ে শুরু করলেও ধীরে ধীরে কল্পবিজ্ঞান, অপরাধমূলক, কমেডি এমনকি রুদ্ধশ্বাস থ্রিলারের সিনেমাও নির্মাণ করা হবে ধোনি এন্টারটেইনমেন্ট থেকে।