সিনেমার প্রচারে গিয়ে হেনস্তার শিকার জনপ্রিয় ২ অভিনেত্রী

দুই মালয়ালম অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ভারতের সিনেমার প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পীরা দর্শকদের হলে টানতে প্রচারে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। তবে ছবির প্রচারে গিয়ে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেক অভিনেত্রী। সম্প্রতি কেরালার কালিকটে এমন ঘটনার অভিযোগ করলেন দুই মালয়ালম অভিনেত্রী সানিয়া ইয়াপ্পান ও গ্রেস অ্যান্টনি।

দুই মালয়ালম অভিনেত্রী

জানা যায় ছবি প্রচারে কালিকটের হাইলাইট মলে গিয়েছিলেন এ অভিনেত্রীরা। সেখানেই ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হন তারা।

ওই দিনের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে সানিয়া ইয়াপ্পান লিখেছেন, পুরো টিমের সঙ্গে নতুন ছবির প্রচারে গিয়েছিলাম। হাইলাইট মলে প্রচুর মানুষের ভিড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। অনুষ্ঠান শেষে আমার এক সহকর্মীর সঙ্গে কয়েকজন দুর্ব্যবহার করে, প্রচণ্ড ভিড়ের কারণে তাদের চেহারা দেখা যায়নি। এই ঘটনার কিছুক্ষণ পর আমিও একই ঘটনার শিকার হই।

আশা করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ট্রমার মধ্য দিয়ে কাউকে যেতে হবে না। তার সহঅভিনেত্রী গ্রেস অ্যান্টনিও একই রকমের কথা বলেছেন। ভিড়ের মধ্যে তিনিও অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হয়েছেন বলে ইনস্টাগ্রামে জানিয়েছেন।

বাড়ির ছাদে খুব সহজেই চাষ করুন কলমি শাক

এ বিষয়ে কেরালা পুলিশ জানিয়েছে, তারা পুরো ঘটনা তদন্ত করে দেখছে। দ্রুততম সময়ে মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।