সিনেমার সেটে দেরি করে এসে যা করতেন দিতেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা আর প্রসেনজিত

বিনোদন ডেস্ক : প্রসেনজিৎ আর ঋতুপর্ণার কেমিস্ট্রি হিট ‘ইস্মার্ট জোড়ি’-তে। নিজের নায়িকার নামে কী গোপন কথা ফাঁস করলেন বুম্বাদা শুনুন।

ঋতুপর্ণা আর প্রসেনজিত

টলিউডে একসময় রাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দার সেরা জুটি বললেও ভুল বলা হবে না। সম্প্রতি দুই তারকা একসঙ্গে এসেছিলেন স্টার জলসার রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে। আর সেখানেই নিজের কো-স্টারকে নিয়ে গোপন কথা ফাঁস করলেন প্রসেনজিৎ।

সেটে দেরি করে আসা নিয়ে কী ‘গুল দিতেন’ ঋতুপর্ণা, জিতের সামনে ফাঁস করলেন প্রসেনজিৎ। জানালেন, অভিনেত্রীর বাড়ির সামনে একটা রেল গেট আছে। আর এটা তখনের কথা যখন মোবাইল সেট মার্কেটে আসেনি। কিন্তু ঋতুপর্ণা সেসব ভুলে সেটে আসতে দেরি হওয়ার কারণ জানতে চাইলেই বলতেন, রেল গেট পরে আছে কখন থেকে, তাই আসতে দেরি হচ্ছে। প্রসেনজিতের এই পরদা ফাঁসে বেশ লজ্জা পেয়ে যান ঋতুপর্ণা।

এদিন ‘চোখ তুলে দেখ না…’-তে নাচও করেন দুই তারকা। দুই অভিনেতার প্রশংসায় জিৎ বলে ওঠেন, ‘কী সুন্দর লাগছে দু’জনকে। এখনও দাঁড় করিয়ে দিলেন মনে হবে একসাথে ডেবিউ করতে চলেছে।’

অন্যরকম রেকর্ড গড়লেন বিজয়, যা কেউ করতে চাইবে না

আশি-নব্বইয়ের দশকে দু’জন একের পর এক হিট উপহার দিয়েছেন দর্শকদের। তারপর বেশ কিছু বছর দু’জনকে একসঙ্গে দেখা যায়নি রুপোলি পরদায়। প্রায় দেড় দশক পর শিবপ্রসাদ-নন্দিতা ‘প্রাক্তন’-এর সঙ্গে কামব্যাক করেছিল এই হিট জুটি। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে (২০১৮) একসঙ্গে কাজ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর ২০২২ সালের ভ্যালেন্টাইন্স ডে-র দিন বেশ নাটকীয় ভাবে নিজেদের নতুন ছবির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন ঋতুপর্ণা আর প্রসেনজিত।