বিনোদন ডেস্ক : ‘বিগ বস ১৪’-এ নিজেকে প্রমাণ করেছিলেন নিকি। স্পষ্টভাষী এবং প্রাণবন্ত স্বভাবের জন্য সবার মন জয় করেছিলেন সহজেই। জীবনের মোড় বদলায়। তবু কর্মক্ষেত্রের হেনস্থার অভিজ্ঞতা ভোলা যায় না। সে কথা মনে পড়লে আজও ভেঙে পড়েন ‘বিগ বস ১৪’ খ্যাত তারকা নিকি তাম্বোলি। দক্ষিণী ছবির সাফল্যের রমরমা নিয়ে যখন চারিদিক সরগরম, সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাম না করেই নিকি বললেন, এক দক্ষিণী চলচ্চিত্র নির্মাতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন তিনি।
সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা স্মরণ করে বাড়িতে ফিরেও দুঃস্বপ্নের প্রহর গুনেছেন কত কাল! দক্ষিণী ছবিতে অভিনয় করতে গিয়ে এমন ঘটনা ঘটবে তিনি ভাবতে পারেননি। পরবর্তী কর্মজীবনেও বহন করছেন সেই যন্ত্রণার অতীত।
নিকি জানান জাতিগত কারণেই সেই পরিচালক তাঁকে ঘৃণার চোখে দেখতেন। “কে এটা! কোথা থেকে এসেছে রে?” এই বলে দলের সবার সামনে নিকিকে অপমান করতেন সেই ব্যক্তি। তাঁর সহ নৃত্যশিল্পীদের সেই সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিতেন। কারণ একটাই, নিকি তখন দক্ষিণের ভাষা বলতে পারতেন না।
তবে নিকি জানান, তিনি হাল ছাড়েননি। চোখের জল ফেলতে ফেলতেই লড়াইয়ের জেদ চেপে যায় তাঁর মনে। কারণ তিনি জানতেন, সেই পরিচালক একদিন নিজের ভুল বুঝতে পারবেন। আর বুঝেছেনও। নিকি জানান, সেই ব্যক্তি এখন নিজে থেকেই যোগাযোগ করেন।
‘বিগ বস ১৪’-এ নিজেকে প্রমাণ করেছিলেন নিকি। স্পষ্টভাষী এবং প্রাণবন্ত স্বভাবের জন্য সবার মন জয় করেছিলেন সহজেই। চূড়ান্ত পর্বেও পৌঁছেছিলেন নিজের কৃতিত্বেই।
২০১৯ সালে তামিল চলচ্চিত্র ‘কাঞ্চনা ৩’-এ অভিনয় করেছিলেন নিকি, যা বছরের সর্বোচ্চ উপার্জনকারী তামিল চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। এ পর্যন্ত দুটি তেলুগু ও একটি তামিল ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।