বিনোদন ডেস্ক : অভিনয় জগতের প্রায় সমস্ত কিছু নিয়ে মানুষের জানার আগ্রহ সবসময়ই বিরাজমান। কাহিনি, চিত্রনাট্য, সঙ্গীত, আবহের মতোই একটি ছবির গুরুত্বপূর্ণ বিষয় হল পোশাক। ছবিতে অভিনেতারা কী পোশাক পরেছেন তা অত্যন্ত খুঁটিয়ে দেখে থাকেন দর্শক মহল। ছবির শুটিং শুরুর আগেই তাই নির্বাচন করা হয় পোশাক। যার পেছনে ভারতীয় সিনেমা ব্যায় করে কোটি কোটি টাকা। শ্যুটিং শেষে তারকাদের ড্রেসগুলো দিয়ে কি করা হয়? জানুন তা সম্পর্কে…
দেবদাসে মাধুরী দীক্ষিতের লেহেঙ্গা থেকে শুরু করে বাজিরাও মাস্তানিতে দীপিকার বিলাসবহুল পোশাক, তারকাদের পরা সবচেয়ে ব্যয়বহুল ,এই পোশাক গুলি ব্যবহারের পর কী করা হয় বা সেগুলো অভিনয় করার পর কোথায় রাখা হয়? আমাদের প্রায়শই জানতে ইচ্ছে করে।
আসলে এই ড্রেস অভিনেত্রী বা অভিনেতারা ব্যবহার করে থাকেন জাস্ট কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য। এক একটা চরিত্রের জন্য এক এক রকম পোশাক ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আসল কথা এরপর আর এই ড্রেস গুলি ব্যবহার করা হয় না।
আসলে যখন কোন সিনেমার শুটিং কমপ্লিট হয়ে যায়, তখন সেই পোশাক গুলিকে বেশিরভাগ ক্ষেত্রেই প্রোডাকশন হাউসের স্টোর রুমে রাখা হয়ে থাকে। প্রতিটি মুভির জন্য আলাদা আলাদা বক্স তৈরি করা হয় আর তার ওপর প্রত্যেক সিনেমার স্টিকার লাগানো থাকে। প্রত্যেকটি স্টিকার লাগানো অনুযায়ী আলাদা আলাদা পোশাক রাখা থাকে।
এবার প্রশ্ন জাগতেই পারে তাহলে কি সেই পোশাকগুলো বাক্সবন্দী হয়ে পড়ে থাকে! আসলে তা হয়না। এই পোশাকগুলো পরবর্তীকালে সেই প্রোডাকশনের অন্য পার্শ্বচরিত্র বা জুনিয়র আর্টিস্টদের পরতে দেওয়া হয়। কিছু সময় এই সিনেমার বিখ্যাত পোশাকগুলো নায়ক-নায়িকারা নিজের কাছে সংগ্রহ করে রাখে। মাঝেমধ্যে তা নিলামে তোলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।