সিনেমাটির অপেক্ষায় আছি : আলিয়া ভাট

আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : নানা কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। বর্তমান সময়ের দাপুটে নির্মাতা এস এস রাজমৌলির এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসবেন রণবীর-আলিয়া।

আলিয়া ভাট

এছাড়া বিয়ের পর একসঙ্গে এই তারকা দম্পতির পর্দায় আসাও বাড়তি কৌতুহল জোগাচ্ছেন ভক্তদের। সিনেমাটি গল্প, নির্মাণ, অভিনয় দিয়ে বক্স অফিস মাত করবে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

তাদের মতে, দর্শক কৌতুহল তেমনই ইঙ্গিত দিচ্ছে। এবার সেই প্রত্যাশার পাল্লায় জোর হাওয়া লাগালেন নির্মাতা রাজমৌলি। গতকাল সিনেমাটির ৩২ সেকেন্ডের একটি ট্রিজার প্রকাশ প্রকাশ করে ঘোষণা দিলে আসছে ১৫ জুন প্রকাশ করা হবে ট্রেলার। ট্রিজারটি প্রকাশ পেতেই আলিয়া-রণবীরের উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। তাদের আকর্ষণীয় লুক দারুণ প্রশংসিত হচ্ছে।

সিনেমাটির ট্রিজার আলিয়া তার ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘আমি জানি, আমার মতো আপনারাও সিনেমাটির অপেক্ষায় আছে। অপেক্ষা করুন, আর মাত্র ১০০ দিন! ব্রহ্মাস্ত্র-এর প্রথম পার্ট আপনার হবে।’

বলিউডে যেভাবে জনপ্রিয় গায়ক হয়ে উঠেছিলেন কেকে

উল্লেখ্য, ‘ব্রহ্মাস্ত্র’ আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।