বিনোদন ডেস্ক : বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম হয়ে উঠেছে যেখানে মনোরঞ্জনের পাশাপাশি নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে ভিডিওর আকারে প্রকাশ করছে প্রতিটি মানুষ। আগে নিজেদের প্রতিভাকে সমাজে সকলের মাঝে তুলে ধরাটা যথেষ্ট কষ্টসাধ্য হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া সেই মুশকিল করেছে আসান।
যার কারণে দিনকে দিন সোশ্যাল মিডিয়াকে আরো আপন করে নিচ্ছে মানুষ। সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন রকমের ভিডিও ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সকলের সবচেয়ে বেশি নজর কাড়ে বিভিন্ন বয়সী মানুষের নাচের ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় কখনো কখনো দেখা যায় সুন্দরী যুবতীদের নৃত্য পরিবেশন। আবার কখনো কখনো দেখা মেলে কচিকাঁচা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধার নৃত্য পরিবেশন। আর এসমস্ত কিছুই বেশ আনন্দের সহিত উপভোগ করেন প্রত্যেকে।
এমনকি একশ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়া খুললেই এধরনের ভিডিওগুলি সবার প্রথমে খোঁজেন। সম্প্রতি সেরকমই এক বাচ্চা মেয়ের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বাচ্চা মেয়েটিকে দেখা যাচ্ছে দুর্দান্ত কায়দায় নৃত্য পরিবেশন করতে।
বহু পুরোনো একটি বাংলার পল্লীগীতি হলো ‘ময়না ছলাৎ ছলাৎ’। আর এমন কোনো বাঙালি নেই যে এই গানটি শোনেননি। প্রায় প্রত্যেকেই ছোটবেলা থেকে এই গানটি শুনে বড় হয়েছে। এমনকি এই গানটিতে নেচে ভিডিও ও রিলস বানিয়েছেন বহু মানুষ। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখতে পাওয়া বাচ্চা মেয়েটিকেও দেখা গেল এই জনপ্রিয় পল্লীগীতিতে নেচে ভাইরাল হতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই বাচ্চা মেয়েটি গাঁদাফুলের ক্ষেতের মাঝে দুর্দান্ত ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছে। আর তাঁর পরনে রয়েছে একটি হলুদ রঙের শাড়ি, তার সাথে হাতে চুড়ি, কপালে টিপ ও বাঁধা চুল।
এই বয়সে যে বাচ্চা মেয়েটি রীতিমতো হাত পা নাড়িয়ে ফুলের ক্ষেতের মাঝে এত সুন্দরভাবে নাচলো তা সত্যি প্রশংসার যোগ্য। যার কারণে ভিডিওটি হু হু করে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘বিপ্লব সাহা ভ্লগস’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে মাস চারেক আগে আপলোড করা হয় বাচ্চা মেয়েটির এই ভিডিওটি।
২০০ এমপি ক্যামেরাসহ দুর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে এলো ইনফিনিক্স
যার ভিউজ বর্তমানে পৌঁছে গেছে ৩ মিলিয়নের কাছাকাছি অর্থাৎ প্রায় ৩০ লক্ষ মানুষের কাছে। এর পাশাপাশি ভিডিওটিতে লাইক করেছেন প্রায় ১০ হাজারের বেশি মানুষ। এছাড়াও ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে বাচ্চা মেয়েটির প্রশংসায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।