জুমবাংলা ডেস্ক : শিলাস্তি রহমান, গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। তিনি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সঙ্গে জড়িত গ্রেপ্তার হন।
দুই বোনের মধ্যে শিলাস্তি বড়।
তার বাবা আরিফুর রহমান জুট ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এলেও দুই একদিন পর আবার চলে যেত। শিলাস্তির চলাফেরা উচ্ছৃঙ্খল এবং বাড়ির বাইরে দিনের পরদিন সময় কাটানোর কারণে তাদের সঙ্গে কথা বলা বাদ দিয়ে দেন সেলিম মিয়া ও তার পরিবারের লোকজন।
নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নের পাইসানা গিয়ে দেখা যায় শিলাস্তি রহমানের পুরো বাড়ি ফাঁকা। শিলাস্তিদের টিনের ঘরে তালা ঝুলছে। টিনের ঘরের পাশেই নির্মাণ করা হয়েছে দোতলা একটি বাড়ি। তবে বাড়ির ভেতরে নেই কোনো আসবাবপত্র।
বাড়িতে সাংবাদিকসহ বিভিন্ন লোক দেখে পাশের ঘর থেকে বেরিয়ে আসেন শিলাস্তির দাদা সেলিম মিয়া। তিনি বলেন, পত্রিকা ও টেলিভিশনের খবরের মাধ্যমে জানলাম নাতনী শিলাস্তি হত্যা ঘটনায় আটক হয়েছে। সে যদি দোষি হয়ে থাকে অবশ্যই আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।