আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ধীরাজ সাহুর বাড়ি থেকে বিপুল স্বর্ণালঙ্কারসহ ১৭৬টি ব্যাগে ৩৫৩ কোটি রুপি উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (১০ ডিসেম্বর) রাতে রুপি গোনা শেষে ভারতীয় আয়কর দফতার থেকে রুপির এই পরিমাণের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মোট ১৭৬টি ব্যাগে এবং ৩টি ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ রুপি উদ্ধার হয়েছে। রুপি গুনতে আনা হয়েছিল ৪০টি মেশিন। ৯টি দল টানা পাঁচ দিন ধরে রুপি গোনার কাজ করেছে। এই দলে ২৪ কর্মকর্তাসহ ব্যাংক ও পুলিশ সদস্যরাও ছিলেন।
ভারতীয় আয়কর দফতর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঊড়িষ্যার একটি মদ প্রস্তুতকারক সংস্থা ও তার সঙ্গে যুক্ত নানা দোকানে আয়বহির্ভূত সম্পত্তির সূত্র ধরেই এই অভিযান চালানো হয়। ঝাড়খণ্ডের বোকারো ও রাঁচিতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঊড়িষ্যার সম্বলপুর ও সুন্দরগড়েও তল্লাশি চলছে। ঝাড়খণ্ডের এমপি ধীরাজ সাহু এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, গত বুধবার (৬ ডিসেম্বর) কংগ্রেসের রাজ্যসভার এমপি ধীরাজ সাহুর ঝাড়খণ্ড ও ঊড়িষ্যার বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তল্লাশির প্রথম দিনেই আলমারি ও বাক্স থেকে বিপুল অর্থ উদ্ধার হয়। পরে টাকা গুনতে ব্যাংক থেকে আনা হয় মেশিন। এদিকে কংগ্রেস দাবি করেছে, দলের সঙ্গে ধীরাজ সাহুর ব্যবসার কোনো যোগসূত্র নেই।
দলটির প্রবীণ নেতা জয়রাম রমেশ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ধীরাজ সাহুর ব্যবসার সঙ্গে জাতীয় কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। একমাত্র সংশ্লিষ্ট এমপি ব্যাখ্যা দিতে পারবেন যে, কীভাবে এত টাকা উদ্ধার হলো তার বাড়ি থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।