আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার এমপি রাঘব চাড্ডাকে আক্রমণ করেছে কাক। শুনতে অবাক করার মতো হলেও রাঘবের ওপর কাকের আক্রমণের ছবি দেশটির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার পার্লামেন্টের বাইরে ফোনে কথা বলছিলেন রাঘব। সেই সময়ই একটি কাক তার ওপর আক্রমণ চালায়। সংবাদ সংস্থা পিটিআই-এর ফটোসাংবাদিকের ক্যামেরায়, চারটি ছবিতে এই ঘটনার দৃশ্য নিখুঁতভাবে বন্দি হয়েছে। মুহূর্তেই এসব ছবি ভাইরাল হয়েছে।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেদিন ফাইল হাতে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে সংসদ ভবনের বাইরে বেরিয়ে আসেন রাঘব চাড্ডা। ফোনে কথা বলতেই ব্যস্ত ছিলেন রাঘব। সেই সময় পেছন থেকে একটি কাক উড়ে আসে আচমকা তার মাথায় ঠুকরে দিয়ে উড়ে যায়।
অবাঙালি হয়েও জিৎ-এর বাংলা সিনেমার সুপারস্টার হয়ে উঠার অজানা গল্প
এ নিয়ে ব্যঙ্গ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লি থেকে বিজেপির টুইটারে এসব ছবি পোস্ট করে লেখা হয়েছে, মিথ্যা বললে কাকে ঠোকরায়। বিজেপি দিল্লির টুইটারে আরও বলা হয়, এতোদিন আমরা শুধু শুনেই এসেছি, আজ দেখলাম, মিথ্যা বললে কাকে ঠোকর দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।