জুমবাংলা ডেস্ক : অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাব তাদের মতামত দিতে পারবে বলে সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি জানান, এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত বিএনপি। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হবার বিষয় বাধ্যতামুলক না রেখে উন্মুক্ত রাখতে চায় দলটি।
এর আগে সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে বিএনপি। আলোচনায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। বিএনপির এই প্রতিনিধিদলের সদস্যরা হলেন—দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান।
এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনায় প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগের সংস্কার নিয়ে আলোচনা হয়। সেদিন দিনভর আলোচনা চললেও আলোচনা শেষ হয়নি। তাই আজ আবার আলোচনা হচ্ছে।
দ্বিতীয় দিনের আলোচনার শুরুর আগে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের আলোচনা যে পর্যায়ে ছিল, আজকে সেখান থেকে পুনরায় আলোচনা শুরু হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আজকের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কারের মতো বিষয় থাকবে। তাঁরা আশা করছেন, বিকেলের মধ্যে সব কটি আলোচনা সম্পন্ন হবে।
রোমান্স ও রহস্যের গল্পে ভরপুর এই ওয়েব সিরিজ, দর্শকদের জন্য নতুন চমক
বৈঠকে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।