জুমবাংলা ডেস্ক : আমি যদি মুক্তিযুদ্ধের সময় সখীপুরে না আসতাম এ এলাকার অধিকাংশ মানুষ রাজাকার হতেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর এমন বক্তব্য প্রত্যাহার করে সখীপুর-বাসাইলের মানুষের কাছে ক্ষমা চাইতে বলেছেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। তিনি বলেন, কাদের সিদ্দিকী সখীপুরে আসার আগেই আমার বাবা মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে ২০ এপ্রিল মুক্তিবাহিনী গঠিত হয় এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী ৫ মে এসে যোগদান করেন।
তিনি আরও বলেন, বঙ্গবীর তার এক লেখায় বলেছেন কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান না থাকলে কাদেরিয়া বাহিনী গঠন হতো না, আর কাদেরিয়া বাহিনী না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ডাকবাংলো চত্বরে মুক্তিবাহিনী দিবসের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি শওকত মোমেন শাহজাহানের জানাজা ও আরো কয়েকটা জানাজায় আপনি বলেছেন শওকত মোমেন শাহজাহানকে আমি মাফ করে দিলাম, মাফ করে দেওয়ার মালিকতো মহান আল্লাহ তাআলা, মাফ করে দেওয়ার আপনি কে?তাই নিজে বড় হতে গিয়ে অন্যকে ছোট করবেন না। এবার কিন্তু বাসাইল-সখীপুরের মানুষ আপনাকে দেখিয়ে দিয়েছে, আপনার অহংকার, দাম্ভিকতা, আপনার কথাবার্তার কারণে কিন্তু বাসাইল-সখীপুরের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এম ও গণি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০ জন শিক্ষার্থীকে নিয়ে ২০শে এপ্রিল ১৯৭১সালে সখীপুরে প্রথম মুক্তিবাহিনী গঠন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।