জুমবাংলা ডেস্ক : প্রয়াত সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে এ ঘটনা হয় বলে জানিয়েছেন বাদলের স্ত্রী সেলিনা খান।
সেলিনা খান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, বিকেল ৩টার দিকে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে তার স্বামীর সরোয়াতলীর পৈত্রিক ভিটায় অবস্থিত কবরটিতে ভাঙচুর করে। এসময় কবরের ওপরে থাকা ফুল গাছ তুলে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ করার কথা জানিয়ে সেলিনা খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মঈন উদ্দীন খান বাদল ২০০৮ সালের নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট মহাজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য হয়েছিলেন।
সংসদ সদস্য থাকা অবস্থাতেই ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান এই মুক্তিযোদ্ধা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।