দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা করেছে।
মঙ্গলবার বিকালে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ২টার দিকে দুদকের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।
জানা গেছে, সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সাত কোটি ছিয়ানব্বই লাখ তেত্রিশ হাজার ছয়শ তেত্রিশ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
অন্যদিকে তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাত কোটি চৌষট্টি লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁচিশ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়।
শিবলী সাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তার নামে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে একটি ছয়তলা ভবন, ঢাকার ধানমন্ডিতে পার্কিংসহ দুই হাজার বিশ বর্গফুটের একটি ফ্ল্যাট, স্বপ্নপুরী বিনোদন পার্কের পঞ্চাশ শতাংশ মালিকানা, কক্সবাজারের ঝিলংজায় সাতশ সত্তর বর্গফুট ও তিনশ পঁচাশি বর্গফুটের দুটি ফ্ল্যাট এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় পঁয়তাল্লিশ দশমিক বায়ান্ন একর জমি রয়েছে। এসব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় উনিশ কোটি চৌদ্দ লাখ বাইশ হাজার তিনশ চার টাকা। এজাহারে বলা হয়, তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় আট কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।
এদিকে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, দিনাজপুর সদর উপজেলার বালুবাড়িতে একটি পাঁচতলা ভবন, ঢাকার ধানমন্ডিতে পার্কিংসহ দুই হাজার সত্তর ও দুই হাজার সাতশ ছেচল্লিশ বর্গফুটের দুটি ফ্ল্যাট, ঢাকার মোহাম্মদপুরে পার্কিংসহ এক হাজার চারশ বর্গফুটের একটি ফ্ল্যাট, স্বপ্নপুরী বিনোদন পার্কের পঞ্চাশ শতাংশ মালিকানা এবং নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় নিজ ও তিন সন্তানের নামে আটাশ দশমিক পঞ্চাশ একর জমি রয়েছে। এসবসহ তার মোট সম্পদের পরিমাণ প্রায় চৌদ্দ কোটি আঠারো লাখ উনত্রিশ হাজার ছয়শ চুয়াল্লিশ টাকা। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ সাত কোটি চৌষট্টি লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁচিশ টাকা।
দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম বলেন, মামলা দায়ের করা হয়েছে। দুদকের নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।