জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীর এমপি মুজিবুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কোন প্রটোকল ছাড়াই চলে আসেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসে দেখেন জরুরি বিভাগে একজন চিকিৎসক ছাড়া কেউ উপস্থিত হননি।
এ সময় তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরে দীর্ঘসময় আগত ডাক্তারদের সঙ্গে কথা বলে চিকিৎসার মান বাড়ানোর তাগিদ দেন এমপি মুজিবুর রহমান।
জানা গেছে, নির্বাচনের আগে এলাকার উন্নয়নে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন সদ্য নির্বাচিত এই এমপি। তারই ধারাবাহিকতায় নতুন এমপি মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে হাসপাতাল পরিদর্শনে আসেন।
পরে তিনি সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত হাসপাতালের ডাক্তার নার্স ও সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হাসপাতালের পরিস্কার-পরিছন্নতা বজায় রাখা এবং যথাসময়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।