বিনোদন ডেস্ক : অনিল-শ্রীদেবীর ‘মিস্টার ইন্ডিয়া’র এই তিন শিশুশিল্পী বলিউডের তিন সেলিব্রেটি। ছোটবেলার ছবি দেখে তাঁদের চিনে ওঠা বেশ মুশকিল। ‘মিস্টার ইন্ডিয়া’ একদল শিশুশিল্পীর মধ্যে রয়েছে আফতাব শিবদাসানি, করণ নাথ, আহমেদ খান। দেখুন তো চিতে পারছেন কিনা?
আশি-নব্বইয়ের দশকে বক্স অফিসে দারুণ হিট হয়েছিল অনিল কাপুর, শ্রীদেবী অভিনীত ছবি ‘মিস্টার ইন্ডিয়া’। ছবির পরিচালনায় ছিলেন শেখর কাপুর। ছবিতে অনীল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীদেবী।
এই ছবিতে অনিল কাপুর-শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছিল একদল শিল্পীও। আজ অনেক বড় হয়ে গিয়েছে সেই সব শিশুশিল্পীরা। তাঁরা সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এই শিশুদলের মধ্যে তিনজন বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত এবং পরিচিত।
অনিল কাপুরের এই ছবিতে তিন শিশুশিল্পী বলিউডে বেশ জনিপ্রিয়তা পেয়েছে। তাঁরা হলেন আফতাব শিবদাসানি, করণ নাথ এবং কোরিওগ্রাফার তথা পরিচালক আহমেদ খান।
ওটিটি প্ল্যাটফর্মে ‘পয়জন ২’ এবং ‘স্পেশ্যাল অপস ১.৫’ সিরিজে অভিনয় করেছেন আফতাব শিবদাসানি। তিনি মিস্টার ইন্ডিয়া ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। ‘ওম শান্তি ওম’, ‘মাস্তি’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘ইনসানিয়াত’ এবং ‘চালবাজ’ এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি।
‘মিস্টার ইন্ডিয়া’য থাকা শিশুশিল্পীদের মধ্যে অন্যতম করণ নাথ। বর্তমানে টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ তিনি। অভিনেতা করন ‘ইয়ে দিল আশিকানা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।
কোরিওগ্রাফার/পরিচালক আহমেদ খানও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন ‘মিস্টার ইন্ডিয়া ছবিতে। ‘বাগি ২′, ‘বাগি ৩’ এবং ‘হিরোপান্তি ২’ ছবি তিনি পরিচালনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।