বিনোদন ডেস্ক : বিশিষ্ট বাঙালি পরিচালক মৃণাল সেন তার প্রথম হিন্দি সিনেমা ভুবন সোম নির্মাণের মধ্য দিয়ে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভ শুরু করেছিলেন। ১৯৬৯ সালে নির্মিত সিনেমাটি ছিল হিন্দি চলচ্চিত্রের প্রথাগত ধারার বাইরের কাজ। এ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিলেন মৃণাল সেন। আর্ট ফিল্ম হিসেবে পরিচিত এ সিনেমায় সরাসরি অভিনয় না করলেও নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন অমিভাভ বচ্চন, আর এজন্য পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৩০০ রুপি। মূলত মৃণাল সেনের ভুবন সোমের মাধ্যমে চলচ্চিত্রজগতে অভিষেক হয় অমিতাভের।
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ভুবন সোম নির্মাণ করা হয়। সিনেমাটিতে প্রেম, রোমান্স কিংবা ভিলেনের পরাজয় দেখানো হয়নি। দর্শককে বিনোদন দেয়ার বদলে ভাবনা, মূল্যবোধ আর অভিজ্ঞতা নিয়ে ভাবতে অনুপ্রাণিত করা হয়েছে এ সিনেমায়।
এতে পরিচালকের নিজস্ব দর্শন, ধ্যান-ধারণা প্রাধান্য পেয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনবোধ উঠে এসেছে। শহর থেকে দূরে গ্রামে এক মধ্যবয়সী সরকারি চাকরিজীবীর অভিজ্ঞতা আর জীবনবোধ নিয়ে সিনেমাটির গল্প। মূলত একজন সরকারি কর্মকর্তার অভিজ্ঞতার চিত্রায়ণ হয়েছে এ ছবিতে। গল্পে গৌরী নামের একটি গ্রামের মেয়ের সঙ্গে তার দেখা হয় এবং ভুবন সোম তাকে নিজের মেয়ের মতো দেখতেন। ভুবন সোমের চরিত্রে অভিনয় করেছেন উত্পল দত্ত এবং গৌরীর চরিত্রে কাজ করেছিলেন সুহাসিনী মুলে।
মৃণাল সেন সিনেমাটিতে ভিন্ন ধারার কলাকৌশল ব্যবহার করেছিলেন। ফ্রিজ ফ্রেম, ফ্ল্যাশ ব্যাক, ক্লোজ শট, অ্যানিমেশনসহ সিনেমার বিভিন্ন কলাকৌশলের সঙ্গে ভারতীয় দর্শকদের পরিচয় করে দিয়েছিল ভুবন সোম। সে সময়ের ইউরোপীয় আর্ট সিনেমার বিভিন্ন কৌশল আর নিজেস্ব ধারা মিলিয়ে তৈরি হয় ভুবন সোম, যা মৃণাল সেনের যুগান্তকারী সৃষ্টি বলে বিবেচিত।
‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের উপর চরম অভিযোগ এনেছিলেন তনুশ্রী
অমিতাভ বচ্চনের গুরুগম্ভীর ও আকর্ষণীয় কণ্ঠস্বরের সঙ্গে দর্শকের পরিচয় হয়েছিল ভুবন সোমের মাধ্যমে। মৃণাল সেন তার লেখা বই অলওয়েজ বিয়িং বর্নে উল্লেখ করেছিলেন, সে সময় কাজের জন্য পারিশ্রমিক নিতে রাজি হচ্ছিলেন না অমিতাভ বচ্চন। প্রথম কাজের পারিশ্রমিক হিসেবে মৃণাল সেন নিজে তাকে ৩০০ রুপির চেক দিয়েছিলেন। এর পরের ঘটনা তো সবার জানা। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। ২০১৮ সালে মৃণাল সেনের মৃত্যুতে এক টুইটে শোক প্রকাশ করতে গিয়ে নিজের প্রথম সিনেমা ভুবন সোমের কথা উল্লেখ করেছিলেন বিগ বি।
উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ভুবন সোম নিয়ে সে সময় একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। ভুবন সোম আজও চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহের বিষয়। মৃণাল সেনের দক্ষতা আর অমিতাভের আকর্ষণীয় কণ্ঠের সঙ্গে উত্পল দত্ত ও সুহাসিনী মুলের অভিনয় সিনেমাটিকে কালজয়ী করে রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।