২০২৫ আইপিএলে খেলা নিয়ে যা জানালেন ধোনি

MS Dhoni

স্পোর্টস ডেস্ক : প্রশ্নটা অবশ্য সাম্প্রতিক নয়। গেল বেশ কয়েক বছর ধরেই ঘুরপাক খাচ্ছিল। আইপিএল শুরুর আগে ভক্ত-সমর্থকরা উৎসুক হয়ে ওঠেন জানতে, মাহেন্দ্র সিং ধোনি এবার খেলবেন তো?

MS Dhoni

২০২৫ আইপিএল শুরু হতে এখনও ঢের দেরি। কিন্তু তার আগেই ধোনি জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি কি আইপিএলের আরও একটি আসর খেলবেন? তার যে ফিটনেস আছে তাতে অনায়াসে তিনি আরও একটি আসর খেলতে পারবেন। কি করবেন তিনি?

‘এখনও অনেক সময় বাকি আছে। এবার প্লেয়ার রিটেনশনের ক্ষেত্রে কী নিয়ম হয়, সেদিকেও নজর রাখতে হবে আমাদের। এই মুহূর্তে আসলে বল আমাদের কোর্টে নেই। আগামী আইপিএলের নিয়মগুলো নিশ্চিত হয়ে যাক, এরপর সিদ্ধান্ত নেব। তবে টিমের ভালো হবে এমন সিদ্ধান্তই নিতে চাই।’

মাধুরীকে দেখতে পারতেন না, হিংসায় যে কাণ্ড ঘটিয়েছিলেন শ্রীদেবী

২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সব ম্যাচ খেলেছিলেন ধোনি। উইকেটের পেছনে পুরো সময় দাঁড়ালেও ব্যাটিং করেছেন অল্প-বিস্তর। গেল আসরে তিনি মোট ৭৩টি বল খেলার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে ১৩টিতে ছক্কা ও ১৪টিতে চার মেরেছিলেন। তার স্ট্রাইক রেট ছিল ২২০+। অবশ্য অল্পের জন্য প্লে’অফে খেলা হয়নি তাদের।