বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : MSI নিয়ে এলো গেমিং ও ক্রিয়েটর ল্যাপটপ লাইনআপ। ১২তম প্রজন্মের ইন্টেল® কোরTM এইচ সিরিজ প্রসেসরের নতুন ল্যাপটপ লাইনআপ নিয়ে এসেছে তাইওয়ানের গেমিং এবং বিজনেস ল্যাপটপের উদ্ভাবনী প্রতিষ্ঠান MSI। বাংলাদেশে বাজারে এটিই প্রথম ১২তম প্রজন্মের ল্যাপটপ।
মেটা-রেডি লোগোযুক্ত ল্যাপটপগুলোতে আছে ইন্টেল কোর™ আই-সেভেন এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স™ ৩০৭০ বা এদের আপডেটেড ভার্সন । মেটাভার্স কম্প্যাটিবল পারফর্ম্যান্স উপভোগ করতে এটিই বাজারের সেরা ল্যাপটপ। ল্যাপটপগুলো এখন বাংলাদেশে বাজারে পাওয়া যাচ্ছে।
নতুন গেমিং ল্যাপটপ লাইনআপ-এর এর সিপিইউ কর্মক্ষমতা পূর্ববর্তী মডেলগুলোর থেকে ৩০-৪৫ শতাংশ বেশি। MSI-এক্সক্লুসিভ কুলিং টেকনোলোজি ১২তম প্রজন্মের ইন্টেল প্রসেসরকে শক্তিশালীভাবে কাজ করতে সহায়ক হয়েছে। এটি এমন একটি উদ্ভাবন যা লিকুইড মেটালের মতো কার্যকর, তবে আরো বেশি নিরাপদ ও নির্ভরযোগ্য সল্যুশন প্রদান করে।
MSI ক্রিয়েটর সিরিজে এখন ১৭ ইঞ্চি ডিসপ্লে পর্যন্ত মডেল রয়েছে । ভ্যাপর চেম্বার কুলার থাকায় ল্যাপটপের সামগ্রিক সিপিইউ পারফর্ম্যান্স ৪৫ শতাংশ উন্নত হয়েছে। এছাড়াও এতে কন্টেন্ট নির্মাতাদের জন্য রয়েছে MSI পেন-এর জন্য টাচ সাপোর্ট, ক্যালম্যান ভেরিফাইড ট্রু পিক্সেল ডিসপ্লে, অসাধারণ সাউন্ড অভিজ্ঞতার জন্য ডিটিএস সহ প্রয়োজনীয় ফিচারসমূহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।