বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দুবাইভিত্তিক অ্যাপ্লিকেশন মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপের (এমটিএফই) প্রায় ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করেছে দেশের প্রায় ৪০ লাখ মানুষকে। এবার নতুন নামে এমন ফাঁদ নিয়ে আবারও ব্যবসা শুরু করেছে অনপেসিভ নামক আরেকটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি।
অনপেসিভ এর অফিসিয়াল ওয়েবসাইট (www.onpassive.com) থেকে প্রাপ্ত তথ্য মতে, এটি একটি সফটওয়্যার ডেভেলাপমেন্ট কোম্পানি যারা ২০১৮ সাল থেকে ইমেইল, অনলাইন মিটিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম সেবা প্রদানের জন্য বিভিন্ন সফটওয়্যার/প্ল্যাটফর্ম প্রতিষ্ঠাসহ অন্যান্য বেশ কিছু সফটওয়্যার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর ও মিশরে অফিস রয়েছে বলে জানানো হচ্ছে।
২০১৮ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোম্পানিটি কার্যকরভাবে কোন সফটওয়্যার/প্ল্যাটফর্ম বাজারে চালু করতে পারেনি। তবে, অনপেসিভ ২০১৮ সাল হতে তাদের প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগকারীদের নিকট হতে অর্থ সংগ্রহ করছে। ৯৭ মার্কিন ডলার প্রদান করে অনপেসিড এর ফাউন্ডার পদবী পাওয়া যায় এবং উক্ত ৯৭ মার্কিন ডলার সংশ্লিষ্ট বিনিয়োগকারীর অনপেসিভ ওয়ালেটে রক্ষিত থাকে। পরবর্তীতে অনপেসিভ কোন পন্য বাজারে ছাড়লে উক্ত পণ্যের সাবস্ক্রিপশন ফি হতে প্রাপ্ত আয় হতে ফাউন্ডাররা একটি অংশ পাবেন মর্মে জানানো হয়েছে। এছাড়াও, অন্যান্য এমএলএম ব্যবসার মতো এখানেও রেফারেল কমিশন পদ্ধতির প্রচলন রয়েছে। বর্তমানে বাংলাদেশে অনপেসিভ-এর কয়েক হাজার বিনিয়োগকারী রয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২২ সাল পর্যন্ত অনপেসিভ বিশ্বের বিভিন্ন দেশের ১১.২০ লাখ ফাউন্ডারের কাছ থেকে ১০৮ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। তবে, এখন পর্যন্ত অনপেসিভ হতে কোন বিনিয়োগকারী কোন মুনাফা অর্জন করতে পারেনি।
প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা আশরাফ মুফারেহ (যিনি এস মুফারেহ নামে পরিচিত), একজন মার্কিন নাগরিক। উল্লেখ্য, ২০২২ সালে যুক্তরাজ্যে জেমস কিং নামক এক ব্যক্তির সাথে যোগসাজসে একটি পঞ্জি স্কিম পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও, ২০১০/২০১১ সালে ব্রাজিলে এশম্যাক্স, ২০১২ সালে টেলেক্সফ্রি এবং ২০১৮ সাথে পে ডায়মন্ড নামক পঞ্জি স্কিম পরিচালনার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় বিভিন্ন সময়ে আলোচিত ছিলেন আশরাফ মুফারেহ। এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর ২০১৮ সালে তিনি অনপেসিভ প্রতিষ্ঠা করেন।
প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে মার্কিন যুক্তরাস্ট্রের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আশরাফ মুফারেহ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে।
বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান অনপেসিভের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের নজির রয়েছে। সম্প্রতি অনপেসিভ নামের একই ধরনের একটি এমএলএম প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে। যা এরই মধ্যে বিএফআইউয়ের নজরে এসেছে। অনপেসিভ নামমের প্রতিষ্ঠানে এরই মধ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন।
বিএফআইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী প্রতারণা একটি অপরাধ। এ অবস্থায় অনপেসিভে বিনিয়োগ, লেনদেন, লেনদেনে সহায়তা ও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আর্থিক এই গোয়েন্দা সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।