জুমবাংলা ডেস্ক : পাবনার আটঘরিয়া উপজেলায় মুদি দোকানের বাকি টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘরিয়া বাজারে শিকদার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার।
নিহত যুবক উপজেলার রোস্তমপুর এলাকার মৃত নাজমুল হুদার ছেলে নাফিস আহমেদ শাকিল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটঘরিয়া বাজারের জাহিদের মুদি দোকান থেকে বাজার করতেন নাফিস। এ বাবদ ১০ হাজার টাকা বাকি হয়। সেই টাকা আদায় নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে কয়েকদিন আগে জাহিদ ১০ থেকে ১৫ জন লোক নিয়ে নাফিসের বাড়িতে হুমকি দেন।
সোমবার সন্ধ্যায়ও এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর বিষয়টি নাফিসের অভিভাবকরা জানলে ওই টাকা পরিশোধ করবেন জানিয়ে ঝামেলা না করার অনুরোধ জানান। তবুও রাত সাড়ে ৮টার দিকে নাফিস বাজারে এলে জাহিদসহ আগেই অবস্থান নেওয়া ১০ থেকে ১৫ জন নাফিসের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা নাফিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার জন্য একশ্রেণির লোক মাঠে নেমেছে: মির্জা আব্বাস
ওসি শফিকুজ্জামান বলেন, তার শরীরে চারটি ছুরির আঘাত পাওয়া গেছে। ছুরিকাঘাত করেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।