ফিরছে ‘মুফাসা’, এবার শাহরুখের সঙ্গে অক্ষয়-আমিরের টক্কর?

বিনোদন ডেস্ক : আবারও ফিরছে ‘মুফাসা’র গল্প, যার নেপথ্যে কণ্ঠ দেবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি ডিজনি ক্লাসিকের অনুরাগীরা একটি ভিডিও ক্লিপ সোশ্যালে শেয়ার করেছেন। যেখান থেকে অনুরাগীরা ধারণা করছেন খুব শীঘ্রই ‘দ্য লায়ন কিং’ এর প্রিক্যুয়েল আসছে।

প্রথমে, অনাথ, বহিরাগত বলে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে কীভাবে রাজা হয়ে ফিরবে? সেই গল্পই বলবে ছবির দ্বিতীয় কিস্তি। গুঞ্জন, এই ছবিতেও ‘মুফাসা’র নেপথ্যে কণ্ঠে থাকবেন ‘পাঠান’ অভিনেতা।

২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতেও ডাবিং করে তিনি চমকে দিয়েছিলেন অনুরাগীদের। ডমেস্টিক বক্স অফিসে ওই ছবি ১৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু তাই নয়, ওই ছবিতে ‘সিম্বা’ চরিত্রে কণ্ঠ দিয়ে নজর কেড়েছিলেন আরিয়ান খান। এবার অনুরাগীদের আবদার, ছোট্ট মুফাসার জন্য যদি আব্রাম খানের কণ্ঠ ব্যবহার করেন নির্মাতারা।

অন্যদিকে ছবির ইংরেজি ভার্সনে গলা মেলাবেন সংগীতশিল্পী বিয়োন্সে ও তার মেয়ে। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের শেষের দিকেই মুক্তি পাবে ছবিটি। ওই একই সময়ে মুক্তি পাওয়ার কথা অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং আমির খানের ‘সিতারে জামিন পার’! ফলে চলতি বছরের শেষে বক্স অফিসে মুখোমুখি হবেন শাহরুখ-অক্ষয়-আমির।