জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে ঢাকায় আসা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান তারা।
এদিন দুপুর সোয়া ২টার দিকে ফ্রান্সের প্যারিস থেকে তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি (ইকে-৫৮২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে বরণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর তাকে স্বাগত জানান অন্য দুই বাহিনীর প্রধান। পরে ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে বরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
ড. মুহাম্মদ ইউনূসকে বরণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নানা প্রস্তুতি নেয়া হয়। আগেই সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। এ ছাড়া ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইউনূস সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে বরণের প্রস্তুতি নেন।
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ রাত সাড়ে ৮টায় তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে।
বুধবার (৭ আগস্ট) সেনা সদরে বিফ্রিংয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।