জুমবাংলা ডেস্ক : মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানি।
শুক্রবার (১৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের পাশবিক ও অমানবিক নির্যাতন কোনও সভ্য সমাজে কল্পনাও করা যায় না। একটি নিষ্পাপ শিশুর ওপর এমন নির্মমতা জাতি হিসেবে আমাদের ব্যথিত করেছে। এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং সমগ্র মানবতার জন্য কলঙ্কজনক অধ্যায়। এ জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মাওলানা
মুহিউদ্দিন রাব্বানী শোকাহত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে নিহত শিশুটির জান্নাত কামনা করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবসে একজন রূপান্তরকামী ব্যক্তিকে ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি নারীত্বের প্রকৃত মর্যাদা ও স্বাভাবিক পরিচয়কে বিকৃত করার সুপরিকল্পিত অপপ্রয়াস বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।