বিনোদন ডেস্ক : দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ৮৩ কোটি টাকা বাজেটের এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন মাত্র ১ টাকা। যা ইতিমধ্যেই সবাইকে জানিয়েছেন শুভ। কিন্তু কেন এই চিত্রনায়ক ১ টাকা নিয়েছেন? এমন প্রশ্ন এখনও অনেকের মনে।
আরিফিন শুভ’র কথায়, ‘ক্ষুদ্র একজন অভিনয়শিল্পী হিসেবে আমার মনে হয়েছে, একটা চরিত্র হয়ে উঠতে গেলে সেটার নার্ভ ধরতে হয়; হোক সেটা ফিকশনাল বা বাস্তবধর্মী। কিসের ওপর ভর করে চরিত্রটা ফুটিয়ে তুলব? শুনেছি, বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কাটিয়েছেন কারাগারে। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না।’
তিনি আরও বলেন, ‘এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক, আমি নেব না। এও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম, পরিশ্রম সবই থাকবে সিনেমায়, তাই ফ্রিতে তো আর কাজ করব না। আমি ১ টাকা নেব; তাই নিয়েছি।’
শুভ’র এমন প্রস্তব শুনে উপস্থিত সবাই সেদিন অবাক হয়েছিলেন। এই সিনেমার নির্মাতা শ্যাম বেনেগালের কাছে তার উপাধিই হয়ে গেল ‘ওয়ান টাকা আর্টিস্ট’। শুভ মনে করেন, এটা তার জীবনের অন্য রকম এক স্বীকৃতি।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি গতকাল বাংলাদেশে মুক্তি পেয়েছে। সিনেমাটি ভারতে মুক্তি পাবে আগামি ২৭ অক্টোবর। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। আরও আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।