জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিগঞ্জে মুজিবকোট পরে পরিষদে যাওয়ায় এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার নাগরী ইউনিয়নে নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব নেওয়ার সভায় যোগ দিতে গিয়ে তিনি মারধরের শিকার হন। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয় বিএনপির প্রতিরোধের মুখে প্যানেল চেয়ারম্যানও দায়িত্ব নিতে পারেননি। এরপর কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বুধবার তিনি প্রশাসকের দায়িত্ব নেন। নতুন প্রশাসক যাওয়ায় পরিষদে একটি সভার আহ্বান করা হয়।
সেই সভায় ইউপি সদস্য আশফিয়া খালিদ মুজিবকোট পরে পরিষদে প্রবেশ করতে গেলে স্থানীয় লোকজনের মারধরের শিকার হন। এই খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তার অভাবে অন্য সদস্যরাও পরিষদে আসেননি। ফলে নতুন প্রশাসক দায়িত্ব নিলেও পরিষদের প্রথম সভা পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য আশফিয়া খালেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
নাগরী ইউনিয়নের প্রশাসক ও কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম কালের কণ্ঠকে বলেন, মুজিবকোট পরে খালেদ মেম্বার পরিষদে আসার পথে গেটে মারধরের শিকার হন। এই খবরে অন্য মেম্বাররা না আসায় প্রথম দিনেই সভা হয়নি।
কালিগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, ‘বিষয়টি প্রশাসক আমাকে জানিয়েছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।