বিনোদন ডেস্ক : ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে মাইকে বাজছে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাধলান’ ছবির হিট গান ‘মুকাবলা মুকাবলা’। সামনে দাঁড়িয়ে এক প্রৌঢ়। তাঁর পরনে গুঁজে পরা জামা এবং জিনসে্র প্যান্ট।
ভারতীয় অনুষ্ঠানে নাচছেন ‘মাইকেল জ্যাকসনের কাকা’। এক প্রৌঢ়ের নাচের ভিডিও দেখার পর তেমনটাই বলছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল সেই ভিডিও ওই প্রৌঢ়কে প্রভু দেবার ‘মুকাবলা’ গানে নাচতে দেখা গিয়েছে বিখ্যাত পপতারকা মাইকেল জ্যাকসনের মতো করে। কী করে এমন নিখুঁত ভাবে নাচছেন প্রৌঢ়? প্রশ্ন তুলে বিস্ময়প্রকাশও করেছেন অনেকে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে মাইকে বাজছে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাধলান’ ছবির হিট গান ‘মুকাবলা মুকাবলা’। সামনে দাঁড়িয়ে এক প্রৌঢ়। তাঁর পরনে গুঁজে পরা জামা এবং জিনসে্র প্যান্ট। গানটির তালে তালে নাচের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর পর সকলকে চমকে দিয়ে নাচতে শুরু করেন তিনি।
আর সেই নাচ দেখেই মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। কয়েক জন ওই প্রৌঢ়কে মাইকেল জ্যাকসনের সঙ্গে তুলনা করলেও অনেকে আবার প্রভু দেবার সঙ্গে তুলনা করেছেন তাঁকে।
গত ৫ অগস্ট ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি বহু মানুষ দেখেছেন। শুধু লাইকই পড়েছে ৩৪ লক্ষের বেশি। অনেকে অনেক মজার মজার মন্তব্যও করেছেন ভিডিওটি দেখে।
এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই ব্যক্তি মাইকেল জ্যাকসনের কাকা না কি তাঁর আত্মীয়?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বয়স শুধুমাত্র একটি সংখ্যা।
প্রৌঢ়ের প্রতিভা দেখার মতো।” তৃতীয় এক জন লিখেছেন, ‘‘আমার কিন্তু মাইকেল জ্যাকসন বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে প্রৌঢ় আদতে প্রভু দেবার মতো নাচছেন।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।