মুকেশ আম্বানির বাড়িকেও টেক্কা দিতে পারে আল্লু অর্জুনের বাড়ি

আল্লু অর্জুনের বাড়ি

বিনোদন ডেস্ক : ইতিমধ্যেই এই সুপারস্টারের পুষ্পা ছবিটি বক্স অফিসে সর্বকালের সব থেকে বড় হিট হিসেবে উঠে এসেছে। যখনই ভারতে কোন ধনী ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করা হয় তখন সবার আগে নাম আসে মুকেশ আম্বানির।

আল্লু অর্জুনের বাড়ি

মুকেশ আম্বানি পরিবার বর্তমানে ভারতের সবথেকে ধনী পরিবার এবং এই মুহূর্তে সারা বিশ্বে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে এই পরিবার। ব্যবসা দুনিয়ায় মুকেশ আম্বানিকে টেক্কা দেওয়ার মতো মানুষের সংখ্যা খুব কম। তবে শুধুমাত্র তিনি একা নন, মাঝেমধ্যে তার রিলায়েন্স গ্রুপ এবং তার পরিবার এবং তার পরিবারের মানুষজন খবরের শিরোনামে উঠে আসেন। প্রধানত তাদের বিলাসবহুল জীবনযাপন এর জন্যই তারা খবরের শিরোনামে থাকেন।

তিনি বেশ দামি একটি বাড়িতে থাকেন এবং তার বাড়ি কোনো মহলের থেকে কম কিছু না। তবে এই মহলের থেকেও দামি আরো একজনের বাড়ি আছে এবং তিনিও কিন্তু বেশ জনপ্রিয়। তিনি হলেই দক্ষিণ ভারতের একজন সুপারস্টার এবং তার এই বাড়ির জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই মুহূর্তে। মুকেশ আম্বানি যে বাড়িতে থাকেন তার নাম ইটালীয়া এবং এই বাড়িটিকে দুনিয়ার সবথেকে বড়ো এবং বিলাসবহুল একটি মহল হিসাবে বিচার করা হয়। তবে তার বাড়ির থেকেও বেশি বিলাসবহুল একটি বাড়িতে থাকেন এক সাউথ সুপারস্টার।

আল্লু

এই সুপারস্টারের নাম অল্লু অর্জুন। তিনি দক্ষিণের শুধু না সারা ভারতেই তার নাম ছড়িয়ে আছে। তিনি সারা ভারতেই জনপ্রিয় তার ছবির এবং তার অভিনয়ের জন্য। কিছুদিন আগেই তার একটি ছবি মুক্তি পেয়েছে যার নাম পুষ্পা। এই ছবির জন্যও তিনি এখন বেশ নাম করে ফেলেছেন। তবে এখন তিনি আরো বেশ জনপ্রিয় তার এই বাড়ির জন্য। এবং বলা হচ্ছে এই বাড়ি ভারতের সবথেকে বড় এবং বিলাসবহুল কিছু বাড়ির মধ্যে একটি।

বৃষ্টি আসতেই মাঠে উঠে আসলো কই মাছ, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে যেহেতু মুকেশ আম্বানি অনেক বেশি জনপ্রিয়, তাই অনেকের তার বাড়ি কে ভারতের সবথেকে বিলাসবহুল বাড়ি বলে মনে করেন। কিন্তু যদি তারা দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুনের বাড়ি দেখেন তাহলে সেটাও তাদের কাছে কিছু কম বলে মনে হবে না। অনেক দিকে আবার মুকেশ আম্বানির বাড়ি কে টেক্কা দিতে পারে অল্লু অর্জুনের বাড়ি। তার বাড়িটা স্বর্গের কোনো একটি মহলের থেকে কম নয়। আর এই বাড়িতে সমস্ত রকমের সুবিধা রয়েছে। মুকেশ আম্বানির বাড়ি এমনিতে দামি হলেও, সৌন্দর্যের দিক থেকে কিন্তু অল্লু অর্জুনের বাড়ি ভারতের সমস্ত বিলাসবহুল বাড়িগুলির থেকে এগিয়ে।