আম্বানির স্ত্রীর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সঞ্জয় দত্তের

মুকেশ আম্বানি

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম বিতর্কিত নাম সঞ্জয় দত্ত। আইন যেন তার জন্য নয়। ড্রাগ আসক্তি থেকে শুরু করে বেআইনি অস্ত্র রাখা পর্যন্ত হেন কোনো কাজ নেই যা তিনি করেননি। এইসবের একাধিকবার জেলেও গিয়েছিলেন সঞ্জুবাবা।

মুকেশ আম্বানি

শুধু তাই নয়, প্রেমের ব্যাপারেও বেশ ভালোই কুখ্যাতি রয়েছে তার। একাধিক বলিউড অভিনেত্রীদের সাথে তার প্রেমের কথা আগে শুনে থাকলেও একথা খুব কম মানুষই জানেন যে, এককালে আম্বানী পত্নীও ছিলো তার নজরে।

অবাক হলেও এটাই সত্যি যে একটা সময় আম্বানী পরিবারের পুত্রবধূ টিনা আম্বানির জন্য পাগল ছিলেন সঞ্জয় দত্ত। পাশাপাশি টিনাও সঞ্জুতেই মজেছিলো। জানিয়ে রাখি, টিনা একসময় বলিউডের সুপরিচিত নাম ছিলো। বলিউডের অনেক প্রবীণ অভিনেতার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। যার মধ্যে একটা নাম সঞ্জুবাবা। অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন টিনা।

বলাইবাহুল্য এই দুজনের জুটিও ব্যাপক পছন্দ করতো দর্শকমহল। রিল লাইফের ঘনিষ্ঠতা কখন যে রিয়েল লাইফেও পৌঁছে যায় তা বুঝতেই পারেনি কেউ। প্রায়শই একে অপরের হাতে হাত রেখে ঘুরতে দেখা যেতো দুজনকে‌। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাদের প্রেম বিয়ে অবদিও পৌঁছে গেছিলো। এমতাবস্থায় প্রশ্ন আসে যে, টিনা তাহলে অনিল আম্বানিকে কেন বিয়ে করলো?

মিডিয়া রিপোর্ট অনুসারে, সেইসময় হঠাৎ করেই টিনা সঞ্জয় দত্তকে বিয়ে করতে অস্বীকার করে। আসলে সঞ্জুবাবার এমন অনেক বদ অভ্যাস ছিলো যা সম্পর্কে টিনা প্রথমে ওয়াকিবহাল ছিলোনা। পরে ধীরে ধীরে সেইসব তথ্য প্রকাশ পাওয়ায় এই সম্পর্কটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন টিনা।

৫টি লক্ষণে বুঝবেন আপনার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসে

এরপরই টিনার পরিচয় হয় ভারতের খ্যাতনামা ব্যবসায়ী অনিল আম্বানীর সাথে। বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা এবং এই মুহূর্তে সুখী গৃহকোণ তাদের। অপরদিকে সঞ্জয় দত্তের কথা বললে তিনিও তার জীবনে এগিয়ে গিয়েছেন এবং বর্তমানে তিনি মান্যতা দত্তের সাথে তৃতীয় বিয়ে করে বেশ সুখেই আছেন।