মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন শুনলে আপনার চোখ কপালে উঠবে

মুকেশ আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের তালিকায় মুকেশ আম্বানির নাম রয়েছে। আম্বানির ব্যবসা শুধু ভারতেই নয়, বিদেশেও ছড়িয়ে গেছে। আপনি নিশ্চয়ই মুকেশ আম্বানির উপার্জন এবং তার পরিবার, বাড়ি অ্যান্টিলিয়া ইত্যাদি সম্পর্কে অনেক তথ্যই শুনেছেন, কিন্তু আপনি কী জানেন মুকেশ আম্বানির তার ড্রাইভারকে কত টাকা বেতন দেন।

মুকেশ আম্বানি

২০১৭ সালের একটি মিডিয়া সংস্থা রিপোর্ট অনুযায়ী জানা যায়, মুকেশ আম্বানির ড্রাইভারের বার্ষিক বেতন ২৪ লক্ষ টাকা। অর্থাৎ প্রতি মাসে তিনি বেতন হিসেবে ২ লক্ষ টাকা পান, যা নামিদামি কোম্পানিতে কর্মরত অফিসারদের বেতনের চেয়েও অনেক বেশি। তবে বেতন ছাড়াও ড্রাইভারদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়। এমনকি তাদের সন্তানরাও ভালো বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়।

২০২৩ সালে আম্বানির ড্রাইভারের বেতন প্যাকেজ কত, তা এখনও পরিষ্কার নয়। তবে ২০১৭ সালের পর বেতন অবশ্যই বৃদ্ধি পেয়েছে। সুতরাং সেই বেতন যা হবে তা দেখে কর্পোরেট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও লজ্জিত হতে হবে। তবে বেতন ছাড়াও চালকদের বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়, বিমাও করানো হয় আম্বানির পরিবারের তরফে।

জানা যায়, আম্বানি পরিবারের গাড়িচালক হতে গেলে বিশেষ নিয়মের মাধ্যমে নিয়োগ করা হয়। অর্থাৎ গাড়িচালকদের আম্বানি পরিবারের বিলাসবহুল জীবনধারা অনুসারে কঠোর প্রশিক্ষণ নিতে হয়। এই চালকদের আম্বানির বুলেটপ্রুফ গাড়ি চালাতে হয়। পরিস্থিতি যেমনই হোক না কেন এই ড্রাইভারদের গাড়ি চালানোতে খুবই পারদর্শী হতে হয়।

বলুন তো শিশুটির আসল পিতা কে? ১০ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

খবর সূত্রে জানা গেছে, ভারতে সবচেয়ে দামি গাড়িটি মুকেশ আম্বানির গ্যারেজেই রয়েছে। যার আনুমানিক মূল্য ১৩ কোটি ১৪ লক্ষ টাকা। এছাড়াও Bentley Bentayga, Land Rover Discovery, Land Rover Range Rover, Ford Endeavour, Land Rover Range Rover Sport, BMW X5 ইত্যাদি কোটি কোটি টাকার গাড়ির কালেকশন অ্যান্টিলিয়াতেই রয়েছে।