মেয়েরা বিছানায় যেতে চাইলে সেটা ব্যবসা : মুকেশ খান্না

বিনোদন ডেস্ক : যদি মেয়েরা নিজেদের ইচ্ছায় স..ঙ্গ..মে লিপ্ত হতে চায় তাহলে সেটা ভদ্র সমাজের কোনও মেয়ের পরিচয় হবে না। মেয়েরা স..ঙ্গ..মে লিপ্ত হতে হতে চাইলে সেটা ব্যবসা, এমনই কটূক্তি করেছেন ছোট পর্দার শক্তিমান খ্যাত অভিনেতা মুকেশ খান্না। তাঁর মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা। আদ্যিকালের মনোভাব পোষণ করেন বলে কটূক্তি করেছন নেটিজেনের একাংশ।

Mukesh Khanna

মেয়েরা যদি কোনও পুরুষের সঙ্গে স..ঙ্গ..মে লিপ্ত হতে চায় তাহলে তাহলে সেটা ব্যবসা ছা়ড়া আর কিছুই নয়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এই ধরণের বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড হলেন শক্তিমান খ্যাত অভিনেতা মুকেশ খান্না। চলতি সপ্তাহের শুরুতে মুকেশ খান্নার Bheesm International channel-এ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যদি কোনও মেয়ে নিজে থেকে কোনও ছেলের সঙ্গে স..ঙ্গ..মে লিপ্ত হতে চায় তাহলে সেটাকে তিনি কেমন নজরে দেখবেন।

উত্তরে মুকেশ খান্না বলেন, “যে সব মহিলা ছেলেদের কাছে যৌ…নতার প্রস্তাব নিয়ে যায় বা সে…ক্সে…র আবদার করে তাঁরা মহিলাই নয়, শুধুমাত্র ব্যবসার খাতিরে যায়। এটা তাঁদের ধান্দা ছাড়া আর কিছু নয়।” মুকেশের এই মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা। মহিলাদের এই অসম্মান মোটেই ভালো নজরে দেখছেন না নেটবাসীরা।

মুকেশের মতে, কোনও সভ্য সমাজের মেয়ে নাকি ছেলেদের কাছে স…ঙ্গমে… লিপ্ত হওয়ার আবদার করতে পারে না। যাঁরা করেন তাঁরা ‘ধান্দা’ করেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় মুকেশ খান্নার এই ভিডিও। এরপরই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন, “যখন শক্তি আর মান দুটোই আপনাকে ছেড়ে চলে যাবে… ” অন্য এক নেটিজেনের মতে, “সরি শক্তিমান, এই বার আপনি ভুল বলেছেন। “মুকেশ খান্নার এই ধ্যান ধারণাকে আদ্যিযুগের ভাবনা বলেও কটাক্ষ করেছেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না এই ভিডিওতে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বহু মহিলার থেকে ফ্রি-তে স..ঙ্গ..মে..র প্রস্তাব পেয়েছেন। মহিলারা যাতে নিজেদের মানসম্মান বজায় রাখেন সেই বিষয়ে নজর রাখতে বলেছেন। মেয়েদের নিজের সীমার মধ্যে থাকা উচিত বলেও মন্তব্য করেছেন মুকেশ। তাঁর মতে, আগেকার দিনে মহিলারা ‘না’ বলতেন আর আজকের দিনে ঠিক তার উলটোটা হয়। ছেলেরা ‘না’ বলে।

মুকেশের ইউটিউব চ্যানেল Bheesm International channel-এর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১১ লাখ। ভিডিওর ভাইরাল হওয়া ক্লিপিংসে মুকেশ বলছেন কোন ধরণের মেয়েদের থেকে দূরে থাকা উচিত। সোশ্যাল মিডিয়ায় একটি ব়্যাকেট চলছে। সেখানে মেয়েদের প্রোফাইল থেকে বিভিন্ন মেসেজ আসে।

বিজয়ের সঙ্গে ডেট করতে চান সারা, শুনে যা বললেন অভিনেতা

প্রথমে যৌ…নতা…র প্রলোভন দেখিয়ে পরে তাঁরাই ব্ল্যাকমেইল করে। সুপার হিরোর চরিত্রে শক্তিমানের ভূমিকায় পপুলার হয়েছিলেন মুকেশ খান্না। এরপর দীর্ঘদিন টেলিভিশনের শো বা চলচ্চিত্রে আর দেখা মেলেনি মুকেশের। তবে ডিজিটাল মিডিয়ায় দ্য মুকেশ খান্না শো করেন। এই শোয়ের প্রযোজনও তিনি। ওয়ারিশ, বিশ্বমিত্র, মহাযোধ, শক্তিমান, চন্দ্রকান্তের মতো একগুচ্ছ হিট শোয়ের পরিচিত মুখ ছিলেন মুকেশ।