আন্তর্জাতিক ডেস্ক : শ্বশুর এশিয়ার শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি। শাশুড়ি নীতা আম্বানি। এই পরিবারের ছোট ছেলে অনন্তের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন ২৯ বছর বয়সী রাধিকা মার্চেন্ট। আম্বানি পরিবারের হবু গৃহবধূ অনন্তের সঙ্গে প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন তিনি। রাধিকার বাবা বীরেন মার্চেন্ট নিজেও বিজনেস টাইকুন।
২০০২ সালে ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকারক কোম্পানি অ্যাঙ্কর হেলথকেয়ার প্রতিষ্ঠা করেছিলেন তিনি। রাধিকা বর্তমানে প্রতিষ্ঠানটির ডিরেক্টর। তার বোন অঞ্জলিও রয়েছেন একই পদে। আর বাবা বীরেন প্রতিষ্ঠানটির সিইও এবং ভাইস-চেয়ারম্যান। মা ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
মুম্বাইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুলে পড়েছেন রাধিকা। ১৮৬০ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে তার আগে পড়েছেন জেআরডি টাটা, রতন টাটা, আনন্দ মাহিন্দ্রা, সালমান রুশদির মতো বিখ্যাতজন। এছাড়াও পড়েছেন বি ডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুলে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছেন রাধিকা। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ইন্টার্ন করেছেন মুম্বাইয়ের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ।
রাধিকা ক্লাসিক্যাল নাচে পারদর্শী। তিনি শ্রী নিভা আর্টস ড্যান্স একাডেমিতে প্রায় আট বছর ভরতনাট্যম শিখেছেন। তার মোট সম্পদের পরিমাণ জানা যায়নি। তবে কিছু রিপোর্ট বলছে, রাধিকার মোট সম্পদের পরিমাণ আট থেকে ১০ কোটির মধ্যে। অপরদিকে তার প্রতিষ্ঠান এনকোর মূল্য এখন প্রায় দুই হাজার কোটি। ধারণা করা হয়, তার বাবার মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ৭০০ কোটি।
অনন্ত মুকেশ আম্বানির তিন সন্তানের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ। আগামী ১২ জুলাই রাধিকার মঙ্গে তার বিয়ের দিন ধার্য হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।