বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোনের গোপন ফিচারগুলির ব্যাপারে ব্যবহারকারীদের অনেকেই ওয়াকিবহাল নয়। অ্যাপ্লের স্মার্টফোনে শুধুমাত্র মুখে হুকুম দিয়ে স্ক্রিনকে নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে।
ভারতে আইফোন ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু, তাঁদের অনেকেই জানেন না মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্লের তৈরি এই স্মার্টফোনের কার্যকারিতা। আইফোনের স্ক্রিন স্পর্শ না করেও একে কমান্ড দেওয়া যেতে পারে। আবার ফোনে কথা বলার সময় বিশেষ একটি জায়গায় আঙুল ছোঁয়ালেই হোল্ডে চলে যাবে ওই কল। আইফোনের এই ধরনের তিনটি অপশনের হদিস রইল এই প্রতিবেদনে।
গ্যাজেট বিশ্লেষক অভ্র রায় জানিয়েছেন, আইফোনে কথা বলার সময় গ্রাহক মিউট অপশনটি কিছু ক্ষণের জন্য ছুঁয়ে থাকলেই সংশ্লিষ্ট কলটি হোল্ডে চলে যাবে। এর জন্য মাত্র পাঁচ সেকেন্ড সময় খরচ করতে হবে তাঁকে।
এ ছাড়া আইফোন ব্যবহারকারীদের অনেকেই স্ক্রিন রেকর্ডিং করতে ভালবাসেন। এই কাজ করার সময় স্ক্রিন রেকর্ডিং অপশনটি কিছু ক্ষণের জন্য ছুঁয়ে থাকলে সঙ্গে সঙ্গেই চলে আসবে অডিয়ো রেকর্ডিংয়ের একটি অপশন। এ বার সেটি চালু করে দিলে স্ক্রিন রেকর্ডিংয়ের পাশাপাশি অডিয়ো রেকর্ড করতে পারবেন তিনি।
পাশাপাশি, আইফোনে রিল দেখার সময় বা অন্য কোনও কাজ করার সময় স্ক্রিন টাচ না করে কমান্ড দিতে পারেন সংশ্লিষ্ট ব্যবহারকারী। তিনি যদি ফোনটিকে মুখের কাছে এনে সোয়াইপ আপ বলেন, তা হলে স্ক্রিনটির উপরের দিকের পাতায় সেটি চলে যাবে। একই ভাবে সোয়াইপ ডাউন বললে ফল হবে ঠিক উল্টো। অর্থাৎ, স্বয়ংক্রিয় ভাবে স্ক্রল করে নীচের দিকে প্রোগ্রামিং বা রিলের পাতায় চলে যাবে আইফোনের স্ক্রিন।
Realme Neo 7 Turbo : চোখধাঁধানো ডিজাইনের সঙ্গে ট্রান্সপ্যারেন্ট সেরা ফোন
অ্যাপ্লের স্মার্টফোন ব্যবহারের সময় এই সুবিধা পেতে হলে প্রথমেই এর সেটিংসে যেতে হবে। সেখানে ঢুকলে ভয়েস কন্ট্রোল অপশন খুঁজে পাবেন গ্রাহক। সেটিকে অন করতে হবে তাঁকে। ওই অপশন অন থাকলে ব্যবহারকারী ভয়েস কমান্ড দিলে সঙ্গে সঙ্গে সেইমতো কাজ করবে আইফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।